তথ্য যাচাই বিভাগে ফিরে যান

পুরোনো খালিস্তানপন্থী ভিডিওকে কৃষক আন্দোলনের স্লোগান বলে চালানো হচ্ছে

November 30, 2020 | < 1 min read

দাবীঃ

গত বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময় খালিস্তানপন্থী স্লোগান দেওয়ার একটি ভিডিওকে কৃষক আন্দোলনের স্লোগান বলে দাবী করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন মিলে পাকিস্তান ও খালিস্তানপন্থী স্লোগান দিচ্ছে। বিজেপির বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যাচ্ছে তাদের। জনৈক পুনিত আগরওয়াল সেই ভিডিও দিয়ে ট্যুইট করেন।

প্রীতি গান্ধী, যিনি বিজেপির মহিলা মোর্চার সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছেন, তিনিও এই ভিডিও ট্যুইট করেন। সুধীর মিশ্র একই ভিডিও পোস্ট করে বিভ্রান্তিমূলক বার্তা ছড়িয়ে দেন। উল্লেখ্য, প্রত্যেকটি টুইট এখন মুছে দেওয়া হয়েছে।

বাস্তবঃ

কয়েকটি কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে দেখা যায় এই একই ভিডিও ২০১৯ সালে ইউটিউবে আপলোড করা হয়েছে।

আরও খুঁজলে দেখা যায় ৭ই জুলাই ২০১৯ সংবাদ সংস্থা এএনআই এই ২২সেকেন্ডের ভিডিও আপলোড করে। যেখানে ক্রিকেট ম্যাচ চলাকালীন ইউকে নিবাসী শিখরা এই স্লোগান তোলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Khalistan Slogans, #Farmers' protest

আরো দেখুন