ভুয়ো ছবি শেয়ার করলেন কঙ্গনা
কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranawat) ট্যুইটার অ্যাকাউন্ট বর্তমানে ফেক নিউজের আখড়া হয়ে উঠেছে। এক ট্যুইটার ব্যবহারকারী একটি ছবি দিয়ে বলেন, কৃষক আন্দোলনে উপস্থিত এই দাদীকে দৈনিক মজুরির ভিত্তিতে প্রতিবাদে পাওয়া যায়। অভিনেত্রী সেখানে ঐ মহিলাকে শাহীনবাগ দাদী (Shaheen Bagh Dadi) বলে অভিহিত করেন।
রানাওয়াত সেখানে ট্যুইট করে বলেন, হা হা ইনিই সেই দাদী যাকে টাইম ম্যাগাজিনে সবথেকে শক্তিশালী ভারতীয় হিসেবে দেখানো হয়েছিল। অথচ ১০০ টাকার বিনিময়েই এনাকে পাওয়া যায়। পাকিস্তানের সাংবাদিক ভারতের লোককে দিয়ে নিজেদের প্রচার করাচ্ছে। আমাদের দেশের কথা আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে আমাদের নিজেদের লোক চাই।
এই ৮২ বছরের বিল্কিস বানো (Bilkis Bano) সম্প্রতি বিবিসির ২০২০ সালের ১০০ মহিলার তালিকায় স্থান পায়। এছাড়া, তিনি টাইমের ২০২০ সালের ১০০ সবথেকে প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পায়।
এই মিথ্যাচার ধরা পরার পর কঙ্গনা নিজের ট্যুইট ডিলিট করেন। অল্ট নিউজ (Alt News) নিশ্চিত করে এটি ফেক নিউজ। এই সংস্থার কর্ণধার প্রতীক সিনহা লেখেন, কঙ্গনা যাদের বিরুদ্ধে লড়াই করছেন বলে দাবী করেন, তিনি নিজেও সেই একই দলের।
কিছু নেটিজেন বিজেপির এই মুখপাত্রকে ফেক নিউজের কারখানা বলেনঃ-