নতুন স্লোগান নিয়ে পথে নামছে বঙ্গজননী বাহিনী
নির্বাচনে পাখির চোখ মহিলা ভোটাররা। কেননা তাঁরাও যে ব্যবধান গড়ে দিতে পারেন, তার প্রমাণ আগেই পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool)। তাই এবার আগে থেকেই নেমে পড়ছে তৃণমূল। এব্যাপারে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে (Banga Janani Bahini) দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পথে নামছে ১২ ডিসেম্বর থেকে।
ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান। উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে। মহিলাদের দিদির পথে আনতে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে। হাওড়ায় তারা প্রথম সভা করবে ১২ই ডিসেম্বর। এরপর সভা হবে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়াতেও। প্রচারে বঙ্গজননী বাহিনী কন্যশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা তুলে ধরবে। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও তুলে ধরবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে পরিবারের সব থেকে বেশি বয়সী মহিলার নামে।
ভোটে মহিলারা রাজ্যের ৪৯% মহিলা ভোটার। সংখ্যার নিরিখে তাঁরা প্রায় ৩ কোটি ৫১ লক্ষের মতো। বঙ্গজননী বাহিনী প্রচারে এটাও সামনে আনবে, ২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রায় ৪৫ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছিলেন। আর ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৪১ শতাংশের মতো।