সুখী জীবনের জন্য চাই নিরাপদ যৌন মিলন
যৌনমিলন একটি আনন্দদায়ক ও স্বাভাবিক প্রাকৃতিক বিষয়, যা একটি পূণাঙ্গ শারিরীক কসরতও বটে। তা সত্বেও যৌনমিলনে বিভিন্ন যৌনরোগ, শারিরীক ও মানসিক সমস্যা ইত্যাদি দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
নিরাপদ মিলনের জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখুন:
১. যৌনসঙ্গী নির্বাচনে সতর্ক হোন। যৌনমিলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌনসঙ্গী নির্বাচন। নিশ্চিত হোন, সে পরিচ্ছন্ন, স্বাস্থবান এবং বিশ্বস্ত কিনা। তার সম্পর্কে জানতে তার বন্ধু বা পরিবারের সাহায্য নিতে পারেন।
২. সঠিক নিরোধ ব্যবহার করুন। পিল বা কনডম ব্যবহার করতে পারেন। তবে কনডম নিরোধ হিসেবে উত্তম, কারণ এটা উভয়কেই রোগ থেকে প্রতিরোধ করে। নিরোধ হিসেবে যা-ই ব্যবহার করেন না কেন, সঠিক নিয়মে ব্যবহার করুন।
৩. পায়ু পথে সঙ্গম এর ব্যাপারে সতর্ক হোন। এটা খুব রিস্কি এবং এর মাধ্যমে রোগ সংক্রমনের হার বেশি।
৪. যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সবসময়।
মনে রাখবেন
আপনি হয়ত আপনার বয়ফ্রেন্ড বা সাথে এখন সেক্স করতে প্রস্তুত নন। তবে না বলার আগে নিশ্চিত হয়ে নিন, আপনি আসলেই না বলতে চান কিনা?
১. পূর্ব সতর্কতা ও প্রস্তুতি ছাড়া সেক্স করবেন না, এটা অপরজনকে বলুন। অপরজন সেক্স করতে না চাইলে জোর করবেন না।
২. সামাজিক চাপ চিহ্নিত করুন এবং সঙ্গীকে জানান।
৩. সেক্স না করার কারণ জোরালোভাবে তুলে ধরুন।
৪. না বলার সময় সিরিয়াসলি বলুন।
৫.আপনি না বলার কারণে অন্যজন যদি সম্পর্ক ভাঙতে চান, তবে ভেঙে যেতে দিন। কারণ, সত্যিকার সম্পর্ক সেক্স নির্ভর নয়।
৬. শুধুমাত্র অন্যজন চাইছে বলেই সেক্স করবেন তা নয়। এটা আপনারও চাওয়ার বিষয়।
৭. সেক্সের পূর্বে বা সেক্সের সময় অ্যালকোহল বা মাদক নিবেন না। তাহলে আপনি নিয়ন্ত্রণ হারাবেন, ব্ল্যাকমেইলিং এর শিকারও হতে পারেন।
আর সবশেষে মনে রাখবেন, ক্ষনিকের সুখ বা আনন্দের জন্য এমন কোন কিছুই করা উচিৎ নয় যার বিনিময় আপনাকে আপনার জীবন দিয়ে দিতে হয়। নিরাপদ যৌন মিলন করুণ আপনি ও আপনার সঙ্গি উভয়েই একটি নিরাপদ জীবন গড়ুন। একটু সাবধানতা আমাদের সুন্দর, সুখী দীর্ঘ জীবন উপহার দিতে পারে।