উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পরিযায়ী পাখির সংখ্যা বাড়ছে তিস্তায়

December 1, 2020 | < 1 min read

লকডাউনের সদর্থক প্রভাব মিলল তিস্তায় (Teesta)পরিযায়ী পাখির ক্ষেত্রে। জলপাইগুড়ির পাহাড়পুরের কাছে তিস্তা সেতু থেকে তিস্তা-করলা মোহনা পর্যন্ত পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের তিস্তা অববাহিকায় পাখির সমীক্ষা থেকে এই তথ্য মিলেছে। এই ক্লাবের পক্ষ থেকে এবছর অক্টোবর মাস থেকে নিয়মিত তিস্তার চর সংলগ্ন এলাকায় পাখির সমীক্ষা শুরু হয়।

প্রতি বছরই কমবেশি পরিযায়ী আসে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরেও তার অন্যথা হয়নি। এখানে পাখিপ্রেমী ও ফটোগ্রাফারদের ভিড় বাড়ছে। লকডাউনের (Lockdown) জেরে বেশ কিছু নতুন প্রজাতির এবং প্রচুর সংখ্যায় পরিযায়ী এসেছে। নদীর বাস্তুতন্ত্র ঠিক থাকায় এবং খাদ্যের যোগান ঠিক থাকায়ই এই সংখ্যা বেড়েছে।

পাখির পাশাপাশি বেড়েছে মাছের সংখ্যাও। শামুক, জলজ পোকামাকড়ের সংখ্যাও বেড়েছে। পরিযায়ী পাখির (Migratory birds) সংখ্যা বাড়ার তথ্য কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রককে পাঠানো হবে। পাখির আনাগোনা এরকম বেধা গেলে এখানে পাখিরালয় গড়ে তোলার দাবী জানানো হবে।

সুদূর মধ্য এশিয়া, দক্ষিণ চীন, লাদাখ থেকে আসা চখাচখি, মাউন্ট এভারেস্টের সামনে দিয়ে উড়ে আসা বড়ি হাঁস, মঙ্গোলিয়া, লাদাখ থেকে আসা কায়েম পাখি ছাড়াও গাংচিল সহ ৫৫প্রজাতির পাখি এবার তিস্তায় এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Migratory birds, #teesta rivers

আরো দেখুন