এবারও বড়দিনে সাজছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক
এবারের শীতকে আরও বেশি আনন্দময় ও উৎসবমুখর করতে নতুন উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর। প্রত্যেক বছর পার্ক স্ট্রিটে (Park Street) রাজ্যের উদ্যোগে যেমন বড়দিন ও নতুন বছর উদযাপনের ব্যবস্থা করা হয়, সেই উদ্যোগ এবারও শুরু করেছে পর্যটন দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হয়েছে প্রস্তুতি। একইসঙ্গে আরও তিনটি অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার। সেগুলি হবে নন্দন চত্বর, পার্ক হোটেল এবং অ্যাসেম্বলি অব গড চার্চে। এই তিনটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে সেই অনুষ্ঠান সর্বসাধারণকে ‘লাইভ’ দেখতে দেওয়া হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ওই অনুষ্ঠানগুলির ভিডিও এবং অডিও রেকর্ডিং করা হবে। বড়দিন ও নতুন বছর উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানেই শোনানো হবে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের রেকর্ডিং। পাশাপাশি পর্যটন দপ্তরের সোশ্যাল মিডিয়াও প্রচার করবে অনুষ্ঠানগুলি।
দেশে আনলক (Unlock) পর্ব শুরু হয়েছে অনেকদিন আগে। তবু করোনা সংক্রমণের আশঙ্কায় বেড়াতে যেতে ভয় পাচ্ছেন অনেকেই। ভিড় এড়িয়ে চলতে বলছে সরকারও। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে নতুন কিছুর স্বাদ দিতে চাইছে পর্যটন দপ্তর। এখানকার কর্তারা বলছেন, নির্দিষ্ট তিনটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। খুব তাড়াতাড়ি সেই অনুষ্ঠানের আয়োজন করা হবে ও তার ভিডিও এবং অডিও রেকর্ডিং করার হবে। নামজাদা শিল্পীরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলা হবে। তারপর তাতে অনুমোদন দেবে বড়দিন উৎসব উদযাপন কমিটি এবং পর্যটন দপ্তর। এরপর সেই রেকর্ড করা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হবে। নন্দন, অ্যাসেম্বলি অব গড চার্চ এবং পার্ক হোটেলের অনুষ্ঠানগুলি দু’দিন ধরে হবে। একেকটি অনুষ্ঠান এডিটিং করে সাজানো হবে ৯০ মিনিটের ক্যাপসুলে। অনুষ্ঠানগুলিতে থাকবে শীত ও উৎসবের ভরপুর আমেজ, দাবি করছেন পর্যটন দপ্তরের কর্তারা। প্রতিবছর অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। এবারও সেই উৎসবের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সাজিয়ে তোলা হবে পার্ক স্ট্রিট চত্বর। আলোয় ঝলমল করবে চারদিক। শিলিগুড়িতেও বড় করে সরকারি তত্ত্বাবধানে বড়দিনের উৎসব উদযাপনের আয়োজন পর্ব চলছে। বিশ্ব বাংলা শিল্পী হাটে হবে সেই অনুষ্ঠান। পাশাপাশি ব্যান্ডেল সহ হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়াতেও যাতে বড়দিনের উৎসব ভালোভাবে উদযাপিত হয়, তারও উদ্যোগ নিচ্ছে পর্যটন দপ্তর।