রাজ্য বিভাগে ফিরে যান

সিঙ্গুর অনশনের ১৪ বছর, স্মৃতি রোমন্থন মমতার 

December 4, 2020 | < 1 min read

সিঙ্গুর নিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) অনশনের ১৪ বছর পূর্ণ হল আজ। সেই স্মৃতি রোমন্থন করে টুইট করলেন তিনি।  টেনে আনলেন দেশজুড়ে ঘটে চলা কৃষক আন্দোলনের প্রসঙ্গও।

২০০৬ সালে বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে শপথ গ্রহণের দিনই মহাকরণে রতন টাটাকে পাশে বসিয়ে হুগলি জেলার সিঙ্গুরে ন্যানো প্রকল্প করার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তার পরে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। সে কাজ করতে গিয়ে সরকারি অফিসাররা পদে পদে বাধা পান। অনেক জমির মালিক কারখানার জন্য জমি দিতে অস্বীকার করেন। তাঁদের পাশে দাঁড়ান মমতা। 

এদিকে অনিচ্ছুক কৃষকদের নিয়ে  জমি অধিগ্রহণের বিরোধিতায় তিনি আন্দোলন শুরু করেন। তাঁর অভিযোগ ছিল, বামফ্রন্ট সরকার গায়ের জোরে জমি কেড়ে নিচ্ছে। কৃষকদের ৪০০ একর জমি ফেরানোর দাবিতে ২০০৬ সালের ৪ ডিসেম্বর অনশনে বসেন মমতা। দীর্ঘ ২৬ দিন অনশন করেন তিনি। সেই সময় তৃণমূল নেত্রীর সমর্থনে এগিয়ে এসেছিলেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। 

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে ক্ষমতা দখলের পর সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডিন্যান্স জারি করে মমতা ব্যানার্জির সরকার। বিধানসভায় পাশ হয় সিঙ্গুর বিল। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষে সুপ্রিম কোর্ট (Supreme Court) বলে, ওই জমি কৃষকদের ফিরিয়ে দিতে হবে। ২০১৬ সালের ৩১ অগাস্ট সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে জানায়, ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল অবৈধ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Singur, #Mamata Banerjee

আরো দেখুন