দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানের বুকিং শুরু

December 4, 2020 | 2 min read

করোনা আবহে বন্ধ ছিল দরজা। আম্পানের দাপটেও ক্ষতি হয়েছিল বনভোজন উদ্যানের। কিন্তু,পরিস্থিতি একটু স্বাভাবিক হতে করোনা সুরক্ষাবিধি মেনেই চালু হয়েছে বারুইপুরে (Barupur) আদি গঙ্গার পাশে আরণ্যক বনভোজন উদ্যান। পিকনিকের বুকিং আসতেই সাজ সাজ রব উদ্যান জুড়ে। সাজিয়ে তোলা হচ্ছে পিকনিক স্পট। পাশাপাশি, মিনি চিড়িয়াখানায় আছে হরেক রকম আকর্ষণ। বারুইপুর পুরসভার প্রশাসক শক্তি রায়চৌধুরী বলেন, এবার নতুন আকর্ষণ না থাকলেও বিদেশি পাখির সমাহার আনন্দ দেবে সবাইকে। এছাড়া পিকনিকের ব্যবস্থা তো থাকছেই।

গাড়ির হর্ন, কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে পিকনিকের (Picnic) আদর্শ জায়গা এই উদ্যান। ২০১২ সালের ১২ ডিসেম্বর বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। বারুইপুর পুরসভা পরিচালিত আরণ্যক রয়েছে ১০ নম্বর ওয়ার্ডে। কামালগাছি-শাসন বাইপাস ধরে গাড়ি নিয়ে এগিয়ে এলেই রাস্তার পাশে বনভোজন উদ্যান। আবার শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর শাখার শাসন স্টেশনে নেমে কয়েক মিনিট এগলে ঢোকা যাবে আরণ্যকে। উদ্যানে আছে তিনটে পিকনিক স্পট। আলাদা রান্নার জায়গা থেকে শুরু করে বিশ্রামের জায়গা- সবই আছে। নানা রকমের ফুলের গাছে সাজিয়ে তোলা হয়েছে গোটা উদ্যানকে। জানা গিয়েছে, চলতি মাসেই ৪টি বুকিং হয়ে গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি ও জানুয়ারিতেই ভিড় উপচে পড়বে উদ্যানে। প্রতি স্পটের ভাড়া ৪ হাজার টাকা। বুকিং এর জন্য পুরসভাতে যোগাযোগ করতে হবে। পিকনিকের সঙ্গে বাড়তি পাওনা মিনি চিড়িয়াখানা। ৫ টাকায় টিকিট কেটে ভেতরে ঢুকে দেখে নেওয়া যাবে সব। আছে শিশুদের বিনোদনের জন্য হরেক নাগরদোলা। কি আছে এই চিড়িয়াখানায়? দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার পল্লব ভারতী বলেন, টার্কি, ম্যাকাও, জাভা থেকে শুরু করে গ্রে প্যারট, বিদেশি পায়রা, এমু,অস্টিচ, ব্রদ্রিকা, কাকাতুয়া পাখি রয়েছে। এছাড়া বিভিন্ন জাতের কুকুর, রঙিন মাছও রাখা হয়েছে মিনি চিড়িয়াখানায়। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিকনিকের সময়। এছাড়া বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা রাখা হয়েছে উদ্যান। পুরপ্রশাসক শক্তিবাবু বলেন, পিকনিকে ১০০ জনের বেশি আসা যাবে না। মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baruipur, #Picnic Garden

আরো দেখুন