দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

‘দুয়ারে সরকার’ – ক্যালেন্ডার প্রকাশ হুগলিতে

December 4, 2020 | < 1 min read

দুয়ারে সরকার কর্মসূচি চলবে রবিবারও। ১১ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্বের কর্মসূচির ক্যালেন্ডার বৃহস্পতিবার প্রকাশ করল হুগলি (Hoogly) জেলা প্রশাসন। ওই ক্যালেন্ডারে ব্লক ও পুরসভা ভিত্তিক কবে কোথায় কর্মসূচি হবে, তার তথ্য দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই তালিকা ধরে জেলায় প্রচার শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ব্লকগুলিতে ৯৪টি এবং পুরসভায় প্রায় ২০০টি ক্যাম্প করা হবে। এদিকে, এদিন দুয়ারে সরকার কর্মসূচি কেমন চলছে, তা দেখতে আসেন আবাসন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা। তিনি বরিজহাটি ও গরলগাছা গ্রাম পঞ্চায়েত অফিসের ক্যাম্প পরিদর্শন করেন।

হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, স্থানীয় জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্যদের সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তা অনলাইনে নথিভুক্ত করার কথা তিনি বলেছেন। দ্বিতীয় দফার ক্যাম্পেই যাতে সকলে কার্ড পেয়ে যায়, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, চন্দননগরে দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্পে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি কেমন চলছে দেখতে চণ্ডীতলা বরিজহাটি ও গরলগাছা ক্যাম্প ঘুরে দেখলেন রাজ্যের আবাসন

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar, #Calender, #Hoogly

আরো দেখুন