উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরে শিল্প স্থাপনে কল্পতরু রাজ্য

December 4, 2020 | < 1 min read

কর্ম সংস্থানের লক্ষ্যে পাহাড়- সমতলের গ্রামীণ এলাকায় শিল্পের জোয়ার আনতে প্রশাসনকে সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা (Rajiv Sinha)। কালিম্পং- এ রাবার চাষে উৎসাহ দিতে প্রসেসিং ইউনিট গঠন থেকে শুরু করে সমতলে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার জন্যে রাজ্যের তরফ থেকে যন্ত্রাংশ দেওয়ার কথাও ঘোষনা করেন তিনি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাসট্রিজ (CII) আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র, ছোট, মাঝারি এবং বস্ত্র শিল্প দপ্তরের ডিরেক্টর অনুরাগ শ্রীবাস্তব, খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব সুব্রত গুপ্ত এবং দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক।

রাজীব সিনহা এদিন বলেন, ‘উত্তরবঙ্গে শিল্প সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। শিল্পপতিদের সমস্ত রকম সাহায্য করবে রাজ্য সরকার’।

কর্ম সংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র শিল্পেই বেশি জোর দিতে চায় সরকার। চা বাগান এবং সিঙ্কোনা বাগানের অব্যবহৃত জমি প্রয়োজনে দেওয়া হবে শিল্পপতিদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#tea, #Bengal, #Tea Garden Workers, #NorthBengal

আরো দেখুন