আরটিজিএস পরিষেবা ২৪ ঘণ্টার হবেঃ রিজার্ভ ব্যাঙ্ক
আরবিআই (RBI) গভর্নর আজ এক সাক্ষাৎকারে চলতি আর্থিক বর্ষের পাশাপাশি আগামী সময়ের রিজার্ভ ব্যাঙ্কের কর্মপদ্ধতি এবং স্ত্র্যাটেজি নিয়ে বলেন।
তিনি বলেন, এই নিয়ে তৃতীয় ত্রৈমাসিকেও (Q3) ধারের ওপর সুদের হার অপরিবর্তিত রাখা হল ৪ শতাংশে। উন্নয়নকে সাহায্য করতে এবং মুদ্রাস্ফীতি (Inflation) ঠিক রাখতে রিজার্ভ ব্যাঙ্ক সহজ আর্থিক নীতি চালু রাখবে। আর্থিক ব্যবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থের দিকে নজর রাখা হবে। আর্থিক বাজার পূর্বনির্ধারিত নিয়মেই কাজ করছে। বেসরকারি, সমবায় ব্যাঙ্ক ২০১৯-২০ সালের লাভ অপরিবর্তিত রাখবে, ডিভিডেন্ড (Dividend) দেবে না।
মন্দার বিষয়ে তিনি বলেন, দ্বিতীয় ত্রৈমাসিক থেকে আর্থিক মন্দা কাটছে। বিভিন্ন ক্ষেত্র ঘুরে দাঁড়ানোর ফলে অর্থনীতি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াচ্ছে। তৃতীয় ত্রৈমাসিকে ০.১ শতাংশ বাড়বে, শেষ ত্রৈমাসিকে ০.৭ শতাংশ বাড়বে। সব মিলিয়ে অর্থবর্ষের শেষে তা হবে ৭.৫ শতাংশ।
বিশ্বব্যাপী আর্থিক সঙ্কট মকাবিলার বিষয়ে বিষয়ে তিনি বলেন, বিশ্ব বাজারের অনিশ্চয়তার সঙ্গে তাল মেলাতে বাজারে অর্থের যোগান ঠিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সবসময়ে যাতে বাজারে টাকার যোগান থাকে, সেদিকেও নজর রাখা হবে।
বিভিন্ন পরিষেবার বিষয়ে বলেন, আগামী কয়েকদিনে আরটিজিএস (RTGS) পরিষেবা ২৪ ঘণ্টার করা হবে। প্রতিটি কন্ট্যাক্টলেস কার্ড লেনদেনের সীমা ২০০০ থেকে বাড়িয়ে ৫০০০ করা হবে জানুয়ারি থেকে।