৪ দিনে সাড়ে ১৬ লক্ষ মানুষ উপকৃত, সফল দুয়ারে সরকার
গত ১লা ডিসেম্বর রাজ্য সরকার শুরু করেছে দুয়ারে সরকার কর্মসূচী। ইতিমধ্যেই চূড়ান্ত সফল হয়েছে এই উদ্যোগ। আজ এই সাফল্যের খতিয়ান তুলে ধরতে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে দুয়ারে সরকার (Duare Sarkar)কর্মসূচী শুরু হয়েছে গত ১লা ডিসেম্বর থেকে। এই প্রকল্প হবে চার পর্যায়ে। প্রথম পর্যায় গত ১লা ডিসেম্বর শুরু হয়েছে। চলবে আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায় চলবে ১৫ই থেকে ২৪শে ডিসেম্বর। তৃতীয় পর্যায় চলবে আগামী বছরের ২রা থেকে ১২ই জানুয়ারি এবং অন্তিম পর্যায় চলবে ১৮ই থেকে ৩০শে জানুয়ারি।
এই কর্মসূচীর সফলতা ইতিমধ্যেই কল্পনাতীত। সেই পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এই উদ্যোগ ইতিমধ্যেই চূড়ান্ত সফল ও জনপ্রিয়। ৪ঠা ডিসেম্বর পর্যন্ত ৭৬৯টি শিবিরে ১৬.৫৩ লক্ষ মানুষ এসেছেন। এই কর্মসূচীতে ১১টি প্রকল্প থাকলেও সবথেকে বেশি জনপ্রিয় স্বাস্থ্যসাথী।
বিজেপি (BJP) এই অভূতপূর্ব প্রকল্পের বিরুদ্ধে যে কুৎসা ও অপপ্রচার করছে এবং এই জনমুখী কর্মসূচীকে ব্যর্থ করতে যেভাবে উস্কানি দিচ্ছে, তার নিন্দা করেন তিনি।