← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
আলাদা জেলা ইসলামপুর – দেবশ্রীর মন্তব্যে নিন্দার ঝড়
ইসলামপুরকে পৃথক জেলা করার প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন বিজেপি (BJP) সাংসদ তথা দেশের শিশু ও নারী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি (Debasree Chaudhury)। আর এতেই সাংসদের বিরূদ্ধে ক্ষোভে ফুঁসছেন ‘ট্রান্সফারড এরিয়া’- র বাসিন্দারা। গোটা জেলা জুড়ে ওঠে নিন্দার ঝড়। এবার সেই ‘ড্যামেজ কন্ট্রোল’- এ নামল গেরুয়া শিবির। এ বিষয়ে বিজেপির উত্তর দিনাজপুরের সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “ইসলামপুর পৃথক জেলা না হওয়ায় এই এলাকার অনেক মানুষকে অসুবিধেয় পড়তে হয়। কিন্তু জেলা ঘোষণা করার অধিকার একমাত্র রাজ্য সরকারের। আমরা বিরোধী দল হিসেবে এই দাবিকে সমর্থন করি।”
দলের সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, “আমাদের সাংসদ এভাবে বিষয়টি বলতে চাননি। জেলা ভাগের দাবি তাঁকে এখনও জানানো হয়নি। এই দীর্ঘ আন্দোলনের কথা তিনি জানলে এ বিষয়ে কিছু বলতেন না। এটি প্রশাসন ও রাজ্যের বিষয়।”