রাজ্য বিভাগে ফিরে যান

রেলের নয়া ডিসপ্লে বোর্ডে গ্যালপিংয়ের তথ্য না থাকায় বাড়ছে বিভ্রান্তি

December 5, 2020 | 2 min read

লকডাউন (Lockdown) পর্বে প্রায় আটমাস বন্ধ ছিল লোকাল ট্রেন (Local Train) । সেই সুযোগে হাওড়া-শিয়ালদহ সহ একাধিক স্টেশনে সৌন্দর্যায়নের কাজ হয়েছে। পুরনো ডিসপ্লে বোর্ড সরিয়ে নয়া অত্যাধুনিক ইলেকট্রনিক স্বয়ংক্রিয় বোর্ড বসেছে। আগের চওড়া বোর্ডের বদলে বসানো হয়েছে উজ্জ্বল আলোর ডিসপ্লে। আর তাতেই বেঁধেছে গোল। নয়া এই বোর্ডে গ্যালপিং ট্রেনগুলির স্টপেজ লেখা হচ্ছে না। সংশ্লিষ্ট ট্রেনগুলি কোন কোন স্টেশনে দাঁড়াবে, তা আগের চওড়া বোর্ডে পরিষ্কার লেখা থাকত। ফলে যাত্রীরা সহজেই জানতে পারতেন, কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে না। স্বভাবতই নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী তাঁরা সেই ট্রেনে উঠতেন। কিন্তু নতুন প্রজন্মের ‘স্লিক’ বোর্ডগুলি ‘ওয়ান লাইনার’। অর্থাৎ এক লাইনে নির্দিষ্ট তথ্য টাইপ করা যাবে। তাই আগের মতো অনেক বেশি তথ্য এই বোর্ডে লেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে পূর্ব রেলের (Indian Railways) এক আধিকারিক বলেন, নয়া ডিসপ্লে বোর্ডে আগের মতো তথ্য প্রদর্শন করা যায় কি না, সেই প্রযুক্তিগত সম্ভাবনার দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে হাওড়া শাখার সব স্টেশনে কোন কোন ট্রেন দাঁড়াবে, তার বিস্তারিত তথ্য টানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হাওড়ায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য যাত্রীদের জানানো হচ্ছে।
সূত্রের দাবি, এই নয়া ডিসপ্লে বোর্ডের এহেন সমস্যার কথা অনেক পরে সামনে এসেছে। কারণ, বোর্ড বসানোর পর দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল। পাশাপাশি গ্যালপিং ট্রেন নেই বললেই চলে। গত ১১ নভেম্বর লোকাল চালুর পর সব ট্রেন প্রায় সব স্টেশনেই দাঁড়াচ্ছে। কিন্তু নন-সাবার্বান ট্রেন চালুর পর এই সমস্যার কথা সামনে এসেছে। এখন দেখা যাচ্ছে, গ্যালপিং ট্রেনের জন্য যে বিশেষ তথ্য আগে দেওয়া হতো, নয়া বোর্ডে তা ধরবে না। যার জেরে সমস্যার পড়তে পারেন যাত্রীরা। নিত্যযাত্রীরা অবশ্য অনেকেই সংশ্লিষ্ট রুটের ট্রেন সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু যাঁরা অনিয়মিত যাতায়াত করেন, তাঁরা এই ডিসপ্লে বোর্ডের ‘ত্রুটি’র জেরে বিভ্রান্ত হবেন, তা বলা বাহুল্য। ডিসপ্লে বোর্ডের এই খামতি দূর করতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন রেলকর্তারা। তাঁদের একাংশের দাবি, বিষয়টি আগে জানা ছিল না। লকডাউনে ট্রেন বন্ধ থাকায়, নতুন বোর্ডের ব্যবহারিক প্রয়োগ ঘিরে কিছু জটিলতা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হতেই তা প্রকট হচ্ছে। আমরা সমাধান সূত্র বের করার চেষ্টা করছি।  

TwitterFacebookWhatsAppEmailShare

#local train, #Galloping train

আরো দেখুন