কৃষি আন্দোলনকে সমর্থন, বনধকে নয়, বার্তা তৃণমূলের
দেশে চলতে থাকা কৃষি আন্দোলনের(Farmer Protest) বিষয়ে দলের বক্তব্য অবস্থান তুলে ধরতে এবং এই সংক্রান্ত আগামীদিনের দলের কর্মসুচী তুলে ধরতে আজ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অকালি দলের (Akali Dal) এক প্রতিনিধি দলের উপস্থিতিতে তিনি এই বক্তব্য রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা স্লটার অফ ডেমোক্রেসি বইটি তুলে দেওয়া হয় অকালি দলের প্রতিনিধির হাতে।
তিনি বলেন, আমরা অকালি দলের এই প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ সময় এই তিন কৃষক বিরোধী বিল নিয়ে আলোচনা করেছি। এর আগে সংসদে যখন এই বিল আসে, তখন এই বিলের বিরোধিতা করে তৃণমূল(TMC)। কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে এই বিল পাস করায়। আমরা সিঙ্গুর, নন্দীগ্রামের সময় থেকেই কৃষকদের(Farmers) জন্য আন্দোলন করে আসছি।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই আন্দোলনকে সমর্থন করেছেন। আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিল আনার আগেসব দলের সঙ্গে বৈঠক করা উচিৎ ছিল। আমরা চাই সরকার অবিলম্বে এই বিল প্রত্যাহার করে স্ট্যান্ডিং কমিটি বা, সিলেক্ট কমিটির কাছে পাঠাক। ন্যায্য মূল্যের বিষয় এবং অত্যাবশ্যক পণ্যের তালিকা ভালো করে দেখা হোক। গতকাল তৃণমূলের প্রতিনিধি হিসেবে সাংসদ ডেরেক ও’ব্রায়েন ওখানে যান।
আগামী ৮-১০ তারিখ সারা রাজ্যের ব্লকে ব্লকে এই আন্দোলনের সমর্থনে কর্মসূচী চলবে। গান্ধী মূর্তির পাদদেশে ১০ই ডিসেম্বর এই কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করবেন। তিনি স্পষ্ট করে দেন, এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন থাকলেও তৃণমূল বনধের (Bharat Bandh) সমর্থন করে না।