রাজ্য বিভাগে ফিরে যান

দুয়ারে সরকার – ক্যাম্প পরিদর্শনে কৃষিমন্ত্রী

December 5, 2020 | < 1 min read

কৃষি মন্ত্রী ড: আশিস ব্যানার্জি

শুক্রবার রামপুরহাট হাইস্কুলে(Rampurhat High School) ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচির ক্যাম্প পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় (Dr.Asish Banerjee)। লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না তা জানার চেষ্টা করেন তিনি। কথা বলেন বিভিন্ন প্রকল্পের আধিকারিকদের সঙ্গেও। মন্ত্রী বলেন, এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে ১১ রকম পরিষেবা দিচ্ছে প্রশাসন। সর্বত্র এই ক্যাম্প চলছে।  এদিন রামপুরহাট হাইস্কুলে সেই ক্যাম্পের আয়োজন করে প্রশাসন। সকাল থেকেই বিভিন্ন প্রকল্পে পরিষেবা নিতে ভিড় জমান এলাকার মানুষ। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্কুলে ঢোকার মুখে পরিষেবা নিতে আসা মানুষজনদের হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। বিভিন্ন প্রকল্পে আবেদনের ফর্ম পূরণের ক্ষেত্রে যাতে ভুলক্রুটি না হয় তার জন্য হেল্পডেস্কও করা হয়েছিল। তবে সবচেয়ে ভিড় দেখা যায় স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী ডেস্কে। 
লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই বলেন, আগে কোনও সরকারি সুবিধা সম্পর্কে জানতে দপ্তরে বা রাজনৈতিক নেতাদের কাছে যেতে হতো। অনেক সময় আধিকারিক বা সেই নেতাকে না পেয়ে ঘুরে আসতে হতো। এখন বাড়ির কাছেই মিলছে পরিষেবা। ক্যাম্পে সরকারি আধিকারিকরা সবরকম সহযোগিতা করছেন। এটা রাজ্য সরকারের খুবই ভালো উদ্যোগ।  
নলহাটি-২ ব্লকের ভদ্রপুর-১ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছিল। সেখানে অনেকেই অ্যান্টিজেন পরীক্ষা করান। সেই সঙ্গে বাউল গানের মাধ্যমে করোনা নিয়ে সচেতনতা বাড়িয়ে তোলা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar, #Dr Asish Banerjee, #Rampurhat High School

আরো দেখুন