উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ফালাকাটায় চাষিদের প্রশ্নের মুখে বেসামাল বিজেপি

December 6, 2020 | < 1 min read

ফালাকাটায় চাষি ভাই কর্মসূচিতে প্রশ্নের মুখে বিজেপি, সংগৃহীত চিত্র

কেন্দ্রের কৃষি আইন নিয়ে ঘরে-বাইরে চাপে পড়েছে বিজেপি। ফালাকাটায় এবার শুনুন চাষি ভাই কর্মসূচিতে গিয়েও কৃষকদের একাংশের প্রশ্নের মুখে পড়তে হল বিজেপি নেতাদের। রবিবার ব্লকের কালীপুর, শিশাগোড়, পারপাতলাখাওয়া গ্রামে আয়োজিত কর্মসূচিতে গেরুয়া শিবিরের নেতাদের নানা প্রশ্ন করেন কৃষকরা।

কেন্দ্রের কৃষি আইনের বিরোধীতা করে দুর্গাপুজোর আগেই বিজেপির (BJP) উপর চাপ সৃষ্টি করে তৃণমূল। এখন বাধ্য হয়ে কৃষি আইনের সমর্থনে ময়দানে নামতে হয়েছে বিজেপিকে। এজন্য ফালাকাটায় (Falakata) দফায় দফায় ‘শুনুন চাষি ভাই’ কর্মসূচি পালন করছে পদ্মশিবির।

এদিকে আগামী ৮ ডিসেম্বর কৃষকদের ভারত বনধকে সমর্থন করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তাই কেন্দ্রের কৃষক আইন নিয়ে ফালাকাটার কৃষক মহলেও জোর চর্চা চলছে। এই পরিস্থিতিতে এদিন ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের কৃষি অধ্যুষিত কিছু এলাকায় শুনুন চাষি ভাই কর্মসূচিতে গিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজেপি নেতারা।

কৃষক গোপাল সরকার বলেন, ‘রাজ্য সরকার তো কেসিসি, কৃষক বন্ধুর (Krishak Bandhu) সুবিধা দিয়েছে। কেন্দ্র তাহলে এই আইনের মাধ্যমে কী দেবে? আবার আরেক কৃষক মানিক তরফদার বলেন, ‘ভোট আসলেই সব সরকার কৃষক দরদি সাজার চেষ্টা করে। কিন্তু সার, বীজের দাম তো কমেনি।’ আবার কেউ কেউ প্রশ্ন করেন যে, কৃষি যন্ত্রপাতির দামও এখন অনেক বেশি। গত বছর কৃষকরা আলুর দাম পায়নি। কিন্তু সেই আলুই পরে ৪০-৫০ টাকা কেজি কিনে খেতে হয়েছে। এবার আলু বীজের দামও দ্বিগুণ। এসব নিয়ে কেন্দ্র সরকার ভাবছে না কেন, সেই প্রশ্ন করেন বেনাম ওরাওঁ, সমীর ওরাওঁ, মনোরঞ্জন বর্মন প্রমুখ।

কৃষকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেসামাল হয়ে পড়েন বিজেপি নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Falakata, #Farmer Protest

আরো দেখুন