দেশ বিভাগে ফিরে যান

ভারতীয় কৃষক আন্দোলনকে ফের সমর্থন জাস্টিন ট্রুডোর, সঙ্গে ব্রিটিশ এমপিরাও

December 6, 2020 | < 1 min read

ক্রমশ আন্তর্জাতিক স্তরে ইস্যু হয়ে উঠছে ভারতের কৃষক আন্দোলন (Farmers Protest)। কানাডার পাশাপাশি ব্রিটিশ এমপিরাও আন্দোলনকে সমর্থন করলেন। প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘও। যা অস্বস্তি বাড়াচ্ছে মোদি সরকারের (Modi Government)। কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করার জন্য শুক্রবার কানাডার হাই কমিশনারকে তলব করে কেন্দ্র। তার কিছুক্ষণের মধ্যেই ফের আন্দোলনরত কৃষকদের পক্ষে মুখ খোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার অটওয়াতে ট্রুডো বলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে শান্তিপূর্ণ আন্দোলকে সমর্থন করে কানাডা।’ দু’দেশের সম্পর্ক নিয়ে ভারতের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন,‘দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও আলোচনার রাস্তা খোলায় আমরা খুশি।’

ট্রুডোর মন্তব্যের জন্য আগেই অসন্তোষ প্রকাশ করেছে নয়াদিল্লি। এর ফলে দু’দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য শুক্রবার নয়াদিল্লি কানাডার হাই কমিশনারকে তবল করে। তারপরেও নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন ট্রুডো (Justin Trudeau)। আগামী দিনে দ্বিপাক্ষিক আলোচনায় এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

এদিকে আন্দোলন নিয়ে কার্যত কৃষকদের পাশেই দাঁড়াল রাষ্ট্রসঙ্ঘ (UNO। শনিবার এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার মানুষের আছে। প্রশাসনের উচিত তাতে বাধা না দেওয়া।’ ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানালেন ৩৬ জন ব্রিটিশ এমপিও। এঁদের অনেকেই ভারতীয় বংশোদ্ভূত ও পাঞ্জাবের সঙ্গে যোগসূত্র রয়েছে। ভারতের কাছে ইস্যুটিকে উত্থাপন করার জন্য তাঁরা চিঠি লিখলেন ব্রিটেনের বিদেশ সচিবকে। এর আগে বেশ কয়েকজন ব্রিটিশ এমপি কৃষি বিল নিয়ে ভারতীয় হাইকমিশকেও চিঠি লিখেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Justin Trudeau, #Farmers' protest

আরো দেখুন