দেশ বিভাগে ফিরে যান

নিরাপত্তা ও পরিকাঠামোতে সেরা দেশের সেরা কলকাতা, বলছে আইআইটি সমীক্ষা

December 6, 2020 | < 1 min read

ভারতের বিভিন্ন শহরগুলিতে জীবনধারার মান, পরিকাঠামো এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি গবেষণা করে আইআইটি মুম্বাই (IIT Mumbai)। এদের গবেষণার অন্যান্য মূল বিষয়ের মধ্যে ছিল লিঙ্গ সাম্যতা।

সার্বিকভাবে মুম্বাই সেরা হলেও তাকে অনেক দিক দিয়ে টেক্কা দিয়েছে কলকাতা (Kolkata)। লিঙ্গের সাম্যে কলকাতার পরেই চেন্নাই ও মুম্বাই। ইন্দোর, জয়পুর এবং পাটনা গড়ের অনেক নীচে।

মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তালিকার শীর্ষে জয়পুর এবং সবথেকে সুরক্ষিত চেন্নাই। মহিলা ও পুরুষদের মধ্যে শিক্ষিতের হারের তফাৎ সবথেকে কম কলকাতায় (৫.৪%) এবং সবথেকে বেশি জয়পুরে (১৩.২%)। কর্মহীন মহিলাদের হার সবথেকে বেশি পাটনায় (৩৪৬) যা জাতীয় গড়ের প্রায় পাঁচগুণ।

মহিলাদের জন্য সবথেকে ভয়ঙ্কর হিসেবে উঠে এসেছে পাটনা এবং মহিলাদের জন্য সেরা চেন্নাই। লিঙ্গ নির্বিশেষে সার্বিক নিরাপত্তায় সেরা কলকাতা। এছাড়া, পরিকাঠামোর দিক দিয়েও সেরা কলকাতাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #IIT Mumbai

আরো দেখুন