দেশ বিভাগে ফিরে যান

পেট্রোলের দাম ৯০ ছাড়ালো, মাথায় হাত মানুষের

December 6, 2020 | < 1 min read

মূল্যবৃদ্ধির বাজারে বেলাগাম পেট্রল ও ডিজেলের দাম। রবিবারও এই দুই জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি (Petrol Diesel Price Today)। এই নিয়ে টানা পাঁচ দিন দেশজুড়ে তেলের দাম বাড়ল। আর শেষ ১৭ দিনের মধ্যে সংখ্যাটা সব মিলিয়ে ১৪ বার। সব মিলিয়ে গত ২ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে।

রবিবার কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম:

ভারতের বৃহত্তম রিটেইল তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর (IOCL) পরিসংখ্যান অনুসারে, বৃদ্ধির পরে ৬ ডিসেম্বর, কলকাতা এবং অন্য প্রধান তিন মেট্রো শহরে প্রতি লিটার ডিজেলের দাম (Diesel Price Today) কত এক নজরে দেখে নেওয়া যাক:

  • দিল্লি: ৭৩ টাকা ৬১ পয়সা
  • কলকাতা: ৭৭ টাকা ১৮ পয়সা
  • মুম্বই: ৮০ টাকা ২৩ পয়সা
  • চেন্নাই: ৭৮ টাকা ৯৭ পয়সা

রবিবার কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রলের দাম:

ডিজেলের পাশাপাশি পেট্রলের দামেও রেখাচিত্র ঊর্ধ্বমুখী। শনিবারের পরে আজও দেশের চার মেট্রো শহরে (Petrol Diesel Price) তেলের দাম বেড়েছে। এদিন মেট্রো শহরগুলিতে প্রতি লিটার পেট্রলের দাম কত এক ঝলকে দেখে নেওয়া যাক:

  • দিল্লি: ৮৩ টাকা ৪১ পয়সা
  • কলকাতা: ৮৪ টাকা ৯০ পয়সা
  • মুম্বই: ৯০ টাকা ৫ পয়সা
  • চেন্নাই: ৮৬ টাকা ২৫ পয়সা

কয়েক বছর আগে ভারতে দিনভিত্তিক পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) চালু হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এখন প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি। যে কারণে প্রতিদিন পরিবর্তিত হয় তেলের দাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#petrol, #Diesel Price Hike

আরো দেখুন