কৃষকদের জন্য ২৪ ঘণ্টা লঙ্গর চালাচ্ছেন এই ২৫ মুসলমান
যাঁরা গোটে দেশের মুখে খাবার তুলে দেন, আজ তাঁরাই পথে। গত ১১ দিন ধরে ঠান্ডা উপেক্ষা করে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। খোলা আকাশের নীচে কাটাচ্ছেন দিন–রাত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে বিশিষ্ট। অনেকে আবার এড়িয়েও গেছে।
কিন্তু এই ২৫ জন মুসলিম (Muslim) তা পারেননি। তাই ছুটে এসেছেন পাঞ্জাব থেকে। সিংঘু সীমান্তে ২৪ ঘণ্টার জন্য চালাচ্ছেন লঙ্গর। সেই লঙ্গরের খাবারই পরিবেশন করছেন কৃষকদের। মনে করছেন, এভাবেই দেশের অন্নদাতাদের ‘ঋণ শোধ’ করছেন তাঁরা।
এই ২৫ জন হলেন মুসলিম ফেডারেশন অফ পাঞ্জাবের সদস্য। দলটির নেতৃত্বে রয়েছেন ফারুকি মুবিন। মুবিনের কথায়, ‘যতদিন প্রতিবাদ চলবে, এই লঙ্গর ২৪ ঘণ্টার জন্য রোজ খোলা থাকবে। কৃষকরা আমাদের জন্য এত কিছু করছেন। এবার আমাদের কর্তব্য তাঁদের ঋণ শোধ করা। আমাদের কর্তব্য কৃষকদের (farmers) দেখভাল করা।’ আর সে কারণেই রাত–দিন রান্না করে চলেছেন এই ২৫ জন।
মঙ্গলবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছেন কৃষকরা। সেই ডাকে সাড়া দিয়েছেন বহু রাজনীতিক সংগঠন থেকে সাধারণ মানুষ।