উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বিমলের সভায় সমর্থকদের ঢল, দুঃশ্চিন্তায় বিজেপি

December 7, 2020 | 2 min read

রবিবার শিলিগুড়িতে বিমল গুরুংয়ের সভায় ডুয়ার্স থেকে তাঁর সমর্থকদের ঢল নামায় বিজেপি নেতাদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ পড়েছে। বিজেপি নেতাদের নজর ছিল রবিবার শিলিগুড়ির সভায় ডুয়ার্স থেকে কত সংখ্যক গুরুং সমর্থক যায় তার দিকে। এদিন সেই সভায় ডুয়ার্স থেকে গুরুং সমর্থকদের উপচে পড়া ভিড়ের খবর আসতেই গেরুয়া শিবিরের রক্তচাপ বেড়ে যায়। উজ্জ্বীবিত হয়ে উঠে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ডুয়ার্সের গুরুং ঘনিষ্ঠ নেতাদের দাবি, শিলিগুড়ির সভায় ডুয়ার্স থেকে কমপক্ষে ২৫ হাজার সমর্থক যোগ দিয়েছেন।

বিমল গুরুংয়ের সভায় যোগ দিতে ডুয়ার্স থেকে তাঁর সমর্থকরা শনিবার বিকেল থেকেই শিলিগুড়ির (Siliguri) উদ্দেশে রওনা দেন। রবিবার সকালেও সেই যাত্রা অব্যাহত থাকে। ডুয়ার্সের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, বিন্নাগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মালবাজার থেকে গুরুং সমর্থকরা লরি, বাস ও ছোট গাড়ি নিয়ে শিলিগুড়ি যায়।

গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার মধ্য ডুয়ার্স কমিটির মুখপাত্র সুমন তামাং বলেন, ডুয়ার্স থেকে কমপক্ষে ২৫ হাজার সমর্থক এদিন শিলিগুড়ির সভায় উপস্থিত ছিল। বীরপাড়ার বাসিন্দা গুরুং ঘনিষ্ঠ নেতা শ্যাম থাপা তো বলেই দিলেন, আমরা বার বার বলেছি সমতল ডুয়ার্সে (Dooars) বিনয় তামাং-অনীত থাপাদের কোনও প্রভাব নেই। এদিন আমরা সেটা প্রমাণ করে দিয়েছি।

ডুয়ার্সের প্রতিটি বিধানসভায় কোথাও ২৫ শতাংশ, কোথাও ৩০ শতাংশ আবার কোথাও ৩৫ শতাংশ গোর্খা সম্প্রদায়ের ভোট আছে। এই ভোটই গত লোকসভা ভোটে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। লোকসভা ভোটে ডুয়ার্সে গুরুংপন্থী গোর্খা ভোটের ফায়দা তুলেছিল বিজেপি। এমনকী ২০১৬ সালের বিধানসভা ভোটে গোর্খা ভোটের আশীর্বাদেই মাদারিহাটে জিতেছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। ফলে রবিবার গুরুংয়ের সভায় ডুয়ার্স থেকে তাঁর সমর্থকদের বিপুল উপস্থিতি বিজেপি নেতাদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ফুরফুরে মেজাজে ছিল ঘাসফুল শিবির।

বিজেপির (BJP) আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা অবশ্য বলেন, ডুয়ার্স থেকে গুরুংয়ের একাংশ সমর্থক তাঁর সভায় গিয়েছে। এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আসন্ন বিধানসভা ভোটে এর কোনও প্রভাব পড়বে না।

ডুয়ার্স থেকে কত সংখ্যক সমর্থক শিলিগুড়ির সভায় যোগ দেয় সেদিকে নজর ছিল তৃণমূল শিবিরেরও। তৃণমূলের অন্দরের খবর, এই নজরদারি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল দলের প্রাক্তন আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর মোহন শর্মাকে। রবিবার দিনভর শিলিগুড়িতে থেকে মোহনবাবু ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। তিনি অবশ্য এই নজরদারির কথা অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, ডুয়ার্স থেকে গুরুং সমর্থকদের একটা বিরাট অংশ শিলিগুড়ির সভায় যোগ দিয়েছিল। যারা গত লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে সমর্থন করেছিল।

রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা ভোটে কী হবে তা সময়ই বলবে। কিন্তু বিমল গুরুং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পাশে থাকার কথা জানিয়েছেন। রবিবার শিলিগুড়ির সভায় সমতল ডুয়ার্স থেকে তাঁর সমর্থকদের একটা বিপুল অংশের উপস্থিতি বলে দিচ্ছে আসন্ন বিধানসভা ভোটে ডুয়ার্সে সুবিধাজনক স্থানে জোড়াফুল শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bimal Gurung, #bjp

আরো দেখুন