পরীক্ষা ছাড়াই পাশ অষ্টম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিকে দিতে হবে মক টেস্ট
টেস্ট না হলেও মাধ্যমিকের (Madhyamik) জন্য ছাত্রছাত্রীদের তৈরি করতে মক টেস্টের দাওয়াই দিল মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে জানাল, কোনও ক্লাসেই বার্ষিক পরীক্ষা হবে না। তাই যখনই স্কুল খুলবে, ছাত্রছাত্রীদের আগের ক্লাসের সিলেবাস শেষ করাবেন শিক্ষকরা। তার পরেই শুরু করা যাবে সেই ক্লাসের পড়াশোনা। অষ্টম থেকে নবম শ্রেণীতে ওঠা নিয়ে আগে কিছু বলা হয়নি। তবে, সোমবার পর্ষদের উপসচিব (শিক্ষা) পার্থ কর্মকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অষ্টম শ্রেণীতেও বার্ষিক পরীক্ষা হবে না।
করোনার (Coronavirus) জন্য স্কুল বন্ধ থাকার কারণে কোনও টেস্ট যে এবার হবে না, তা আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু দশম শ্রেণীর পড়ুয়াদের তৈরিতে যাতে খামতি না থাকে, তাও দেখতে বলেছে পর্ষদ। তবে, স্কুল বন্ধ থাকলে কোন পদ্ধতিতে তা হবে, সেটা অবশ্য বলা হয়নি। এর পরেও শিক্ষক সংগঠনগুলি বেশ কিছু প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, পঞ্চম শ্রেণী এখনও বহু স্কুলে মাধ্যমিক স্তরেই রয়ে গিয়েছে। সেই ক্লাস নিয়ে কোনও ঘোষণা নেই। অষ্টম শ্রেণীর মার্কশিট এবার থাকবে না। তাই প্রান্তিক ছাত্রছাত্রীদের জন্য অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট ইস্যু করতে হবে। কারণ, এই সার্টিফিকেট বিভিন্ন পেশার সহায়ক হয়। এছাড়াও শিক্ষকদের একাংশ বলছে, পরের ক্লাসে আগের ক্লাসের সিলেবাস শেষ করার বিষয়টি খুব একটা বাস্তবসম্মত নয়। যদি দু’টি ক্লাসের সিলেবাস একটি ক্লাসে শেষ করতে হয়, তাহলে তো ফের ৩০ শতাংশ সিলেবাস কাটছাঁট করতে হবে। কারণ, দশমে যদি নবম শ্রেণীর সিলেবাস শেষ করতে হয় আর দ্বাদশ শ্রেণীতে যদি একাদশ শ্রেণীর সিলেবাস শেষ করতে হয়, তাহলে কোনওটাই সম্পূর্ণ হবে না। আর সিলেবাস কাটছাঁটের প্রক্রিয়া বার বার চলতে থাকবে।