দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রানীগঞ্জে খনি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ফ্ল্যাট হস্থান্তর করলেন মুখ্যমন্ত্রী

December 8, 2020 | < 1 min read

রাজ্য সরকারের ঘোষিত অঙ্গীকার অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বানিজ্য ও উদ্যোগ বিভাগ, আবাসন দপ্তর এবং আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পরিধিভুক্ত রাণীগঞ্জ কোল ফিল্ড এরিয়ায় খনি অঞ্চলে ধসের কারণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ রানীগঞ্জে (Raniganj) একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি পালন করেন তিনি। প্রথম পর্যায়ে ৩৫৮৪ টি পরিবারগুলিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের মালিকানা হস্থান্তর করলেন মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমান বন্দর নির্মাণের জন্যে ১৫২৯ জন জমিদাতাকে বেঙ্গল এরোট্রোপলিস উপনগরের অন্তর্ভুক্ত জমি ও বার্ষিক ভাতা প্রদান করলেন আজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Raniganj block, #Mamata Banerjee

আরো দেখুন