পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে মুখ্যমন্ত্রী
আজ পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ যাবার আগে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্যাম্পে গিয়ে কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে, শোনেন অভাব অভিযোগ। প্রায় ১০ মিনিট দুয়ারের সরকারের এই ক্যাম্পে ছিলেন তিনি। তার পর তিনি মেদিনীপুর পুলিশ লাইনে চলে যান।
এর আগে বাঁকুড়া সফরে গিয়ে আচমকাই পৌঁছে গিয়েছিলেন আদিবাসীদের গ্রামে।খাটিয়ায় বসে গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাঁকুড়াতেই (Bankura) দুয়ারে সরকার কর্মসূচীর ঘোষণা করেছিলেন তিনি।
রাজ্যের ৩৪৪টি ব্লকে মোট ২০ হাজার ক্যাম্প করা হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে জানানো হয়েছিল। প্রত্যেকটি পঞ্চায়েতে পৌঁছে ক্যাম্প করবেন সরকারি আধিকারিক ও কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে ওই সব ক্যাম্প থেকেই তাঁদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।