রাজ্য বিভাগে ফিরে যান

সরাসরি সরকারের অধীনে চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মী: জারি বিজ্ঞপ্তি

December 9, 2020 | < 1 min read

এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মীদের সরাসরি সরকারের অধীনে এনে একগুচ্ছ সুবিধা দিতে অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি দপ্তরে এজেন্সি নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মীদের (Contractual IT Workers) জন্য নির্দেশিকা জারি হয় পুজোর ঠিক আগে। তথ্য-প্রযুক্তি দপ্তর মূল নির্দেশিকাটি জারি করার পর বিভিন্ন দপ্তর এই ধরনের কর্মীদের সুবিধা দেওয়ার জন্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করছে। কিন্তু অর্থদপ্তরের অধীন ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে প্রায় ৮০০ জন চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মীর এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এই কর্মীরাও যাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সুবিধা পান তার তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নতুন ব্যবস্থায় এজেন্সি নিযুক্ত কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা, সরকারি নির্ধারিত হারে বেতন ছাড়াও ছুটি, অবসরের সময় এককালীন অর্থ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ ডিরেক্টরেটের অধীনে কলকাতা-সহ (Kolkata) বিভিন্ন জেলায় মোট ২৫৪টি অফিস রয়েছে। বাম আমল থেকে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই অফিসগুলিতে কাজ চলছে। তিনটি সংস্থার মাধ্যমে তথ্য-প্রযুক্তি কর্মী নিয়োগ করা হয়েছে এই অফিসগুলিতে। তার জন্য সরকারের সঙ্গে সংস্থাগুলির ৫ বছরের চুক্তি হয়। এবারের চুক্তির মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত। চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের অভিযোগ, সরকার নির্ধারিত হারের থেকে অনেক কম বেতন নিয়োগকারী এজেন্সি তাঁদের দেয়। সরকারি বিজ্ঞপ্তি স্ট্যাম্প ডিউটির চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে প্রয়োগ করা সংক্রান্ত আবেদন গ্রহণ করা হচ্ছে না। ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই কর্মীদের বঞ্চনা দূর করতে অর্থমন্ত্রীকে চিঠি দেওয়ায় ইতিবাচক কিছু হবে বলে তাঁদের আশা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #IT Workers

আরো দেখুন