রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্বভারতী রবীন্দ্রনাথের জন্মস্থান? নাড্ডার ‘উক্তি’ টুইট করে মুছে ফেলল বিজেপি

December 9, 2020 | < 1 min read

বাংলা এবং বাঙালি মনিষীদের অপমান করা যেন বিজেপির অভ্যেসে পরিণত হয়েছে। দিলীপ ঘোষের সহজ পাঠের লেখক বিদ্যাসাগর বলাই হোক বা অমিত শাহের রবীন্দ্র নাথের জন্মস্থান শান্তিনিকেতন বলাই হোক। বা অন্যান্য বিজেপি নেতাদের কিশোর কুমারের জন্মদিনে মহম্মদ রফির গান পোস্ট করাই হোক। বাংলাকে অপমান করাই যেন বিজেপির নেতাদের ধ্যান জ্ঞান হয়ে উঠেছে।

এবার সেই দলে এক পা আরো এগিয়ে নাম লেখালেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বিজেপি বেঙ্গলের (BJP Bengal) টুইটার হ্যান্ডেল থেকে জেপি নাড্ডাকে বাংলায় স্বাগত জানিয়ে একটি টুইটে নাড্ডা বাবুর এক উক্তি তুলে ধরা হয়েছে। উক্তিটি হলঃ “রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক ধারণা বিনিময় করাই গণতন্ত্রের সৌন্দর্য। বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান”।

টুইটটি করার সাথে সাথেই একের পর এক প্রতিবাদী কমেন্টের গোলা বর্ষিত হতে থাকে রাজ্য বিজেপির দিকে। বিপদ বুঝেই দলের তরফ থেকে মুছে দেওয়া হয় সেই টুইট।

আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল টুইটটি পড়লেই বোঝা যাবে এটি কোন বাঙালির করা টুইট নয়। বাংলায় শব্দের চয়ন এরকম নয়। অর্থাৎ কোন বহিরাগতই দিল্লিতে বসে ‘গুগল ট্রান্সলেটর’ ব্যবহার করে টুইটটি করেছেন। একটি সামান্য টুইটের বিষয়েও দিল্লি, রাজ্য সংগঠনকে বিশ্বাস করতে পারছে না।

বার বার বাঙালিকে এইরকম অপমান করাই কি বিজেপির রাজনৈতিক চাল? যারা বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা সম্পর্কে এতোটাই উদাসীন, যারা এটুকুও জানেন না বিশ্বভারতী কোন স্থান নয় একটি বিশ্ববিদ্যালয়, যা কখনোই কারো জন্মস্থান হতে পারে না। তারা কি সত্যিই বাংলাকে চালাতে সক্ষম। প্রশ্নটা থেকেই যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #JP Nadda, #Rabindranath Tagore, #Visva Bharati

আরো দেখুন