কলকাতা বিভাগে ফিরে যান

বাংলায় মমতার জমানায় ১২১২টি কারখানার পত্তন হয়েছে, রিপোর্ট কার্ড তৃণমূলের

December 10, 2020 | < 1 min read

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata;Banerjee) জমানায় অর্থাৎ গত প্রায় দশ বছরে নতুন ১২১২টি কারখানার পত্তন হয়েছে বলে জানাল শাসক দল।

একুশের নির্বাচন আসছে (West Bengal Assembly Election 2021)। তার আগে বৃহস্পতিবার তপসিয়ায় তৃণমূল ভবনে (Trinamool Bhavan) ওই রিপোর্ট কার্ড প্রকাশ অনুষ্ঠানে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো প্রবীণ নেতা নেত্রীরা। তাতেই দাবি করা হয়েছে, ২০১০ সালে বাংলায় ৮৩২২টি কারখানা ছিল। ২০২০ সালের মধ্যে তা বেড়ে হয়েছে ৯৫৩৪। অর্থাৎ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একুশের নির্বাচন আসছে। তার আগে বৃহস্পতিবার তপসিয়ায় তৃণমূল দফতরে ওই রিপোর্ট কার্ড প্রকাশ অনুষ্ঠানে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো প্রবীণ নেতা নেত্রীরা। তাতেই দাবি করা হয়েছে, ২০১০ সালে বাংলায় ৮৩২২টি কারখানা ছিল। ২০২০ সালের মধ্যে তা বেড়ে হয়েছে ৯৫৩৪। অর্থাৎ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Bhavan, #Trinamool Report Card, #Mamata Banerjee

আরো দেখুন