প্রযুক্তি বিভাগে ফিরে যান

জেনে নিন দেশের সবচেয়ে কম দামী ফাইভ- জি ফোনের ফিচার

December 10, 2020 | < 1 min read

ভারতের বাজারে সবথেকে কমদামের ফাইভ-জি ফোন নিয়ে হাজির মোটো জি ফাইভ জি (Moto G 5G)। ৫০০০এমএএইচ ব্যাটারির সঙ্গে ফোনটির দাম ২৫,০০০ টাকা।

মোটো জি ফাইভ জি-তে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেলস) স্ক্রিন। ৭৫০জি এসওসি যুক্ত এই ফোনে থাকছে ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। 

অ্যানড্রয়েড ১০ -এর সঙ্গে মোটো জি ফাইভ জি ফোনে ২০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা থাকছে।

ট্রিপল রেয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। ফোনে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। একইসঙ্গে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ওয়ান প্লাস নর্ডের বাজার কাড়তেই মোটো লঞ্চ করল মোটো জি ফাইভ জি। 

মোটো জি ফাইভ জি-র দাম ২০,৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে এই ফোনের দাম ২৪,৯৯৯ টাকা।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Moto G 5G, #technews

আরো দেখুন