রাজ্য বিভাগে ফিরে যান

ফের মিমে ভাঙন বাংলায়, বহু সদস্য তৃণমূলে

December 10, 2020 | < 1 min read

ফের এরাজ্যে আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) দলে বড়সড় ভাঙন। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বাংলায় মিমের এক প্রতিষ্ঠাতা সদস্য। বৃহস্পতিবার ফের মিমে ভাঙন ধরাল শাসকদল তৃণমূল। বাংলায় মমতার হাত শক্ত করে তৃণমূলে যোগ মিমের (Majlis-e-Ittehadul Muslimeen) যুব শাখার। ফিরহাদ হাকিমের দাবি, ‘রাজ্যে এখন আর মিমের যুব শাখা বলে আর কিছু থাকল না।’

মিমের যুব শাখার সভাপতি মহম্মদ শাকিরুল্লা খান সহ, সম্পাদক ও রাজ্যের ২৩ জেলা থেকে আসা কর্মীদের হাতে আজ দলের পতাকা তুলে দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিজেপির জাতপাতের রাজনীতির বিরূদ্ধে লড়তেই তৃণমূলে যোগদানের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মহম্মদ শাকিরুল্লা। বাংলা গেরুয়া শিবিরের ঘৃণ্য রাজনীতিতে অভ্যস্ত না বলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিমের এই প্রাক্তন সভাপতি। তিনি বলেন, “আমরা হিন্দু- মুসলিমকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দেখতেই অভ্যস্ত। জাত-পাতের নোংরা রাজনীতিতে বাংলাকে ভাগ হতে দেব না”। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা যতোই চেষ্টা করুক। বাংলা ভাগ হতে দেব না”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #AIMIM

আরো দেখুন