রাজ্য বিভাগে ফিরে যান

আমাদের সরকারই আবার ক্ষমতায় আসবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

December 10, 2020 | < 1 min read

আজ কলকাতার ভবানীপুর এলাকায় যদু বাবুর বাজারে দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অনেকের হাতে আজ স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) তুলে দেন। এই কার্ড পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদের নামে দেওয়া হয়েছে। বাংলার একজন মানুষও যেন এই পরিষেবার বাইরে না থাকে, সেটাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, জুন পর্যন্ত রেশন ফ্রি। যারা এখনও রেশন কার্ড পাননি, তারা দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে আবেদন করুন। আমাদের সরকারই আবার ক্ষমতায় আসবে। তখন রেশনের বিষয়টা আমরা আবার দেখবো। ভোটার লিস্টে নাম তুলুন। নাহলে, বিজেপি এনপিআর নিয়ে চলে আসবে।

তাঁর বক্তব্য, নতুন ভোটাররা নাম তুলে রাখুন। বাংলার বিরুদ্ধে কত বদনাম করছে বিজেপি। বলছে এখানে আইন শৃঙ্খলা নেই স্বাস্থ্য নেই। বাংলা পৃথিবীতে এক নম্বর, তাকে ওরা বঞ্চনা করে, লাঞ্ছনা করে। পয়সা না দিয়ে হিসেব চায়। মুখ্যমন্ত্রী বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি (BJP) বাংলার পার্টি না। ওটা দিল্লির পার্টি, দিল্লিতেই থাক। বাংলায় রোজ দাঙ্গা লাগাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে। নিজেরা মারপিট করে বলছে, তৃণমূল (Trinamool) জবাব দাও। বাংলার নির্বাচনে বহিরাগত গুন্ডা কেন আসবে? দুদিন পর আলুর দাম আরও বাড়বে। বিজেপি সব লুটে নিচ্ছে। সমস্ত অসাধু ব্যবসায়ীদের কালোবাজার করতে সহায়তা করার জন্য রাজ্যের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলায় যারা থাকে, সবাই আমাদের নিজেদের। তাদের দেখাশোনা আমরা করি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Swasthya Sathi, #Duare Sarkar

আরো দেখুন