ভেন্টিলেশন থেকে বার করা হল বুদ্ধদেবকে
সঙ্কট কমায় ভেন্টিলেটর থেকে বার করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Battacarjee)। তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। কথা বলছেন বুদ্ধবাবু। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। ওঁর সঙ্গে একজনকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসক জানান, উনি এখন অনেকটা কম সঙ্কটে। যখন প্রথম ভর্তি হয়েছিলেন, তখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল ১৩১। এই অবস্থায় যে কারও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তখন বাড়ির লোকের পারমিশন নিয়ে ভেন্টিলেশনে দেওয়া হয়।
তাঁর চিকিৎসক জানান, তারা চেষ্টা করেছিলেন কী ভাবে ধীরে ধীরে ওঁকে ভেন্টিনেশন (Ventilation) থেকে বের করে আনা যায়। সেই লড়াইটা জেতা গিয়েছে। এ জন্য শুক্রবার সকাল থেকে ওঁর ঘুমের ওষুধ বন্ধ করা হয়। বেলা সাড়ে এগারোটা নাগাদ ভেন্টিলেটরের নল খুলে দেওয়া হয়। তার পর থেকে বাইপ্যাপে রাখা হয়। এটা তো ওঁর বাড়িতেও চলত। এটাকে নন ইনভেসিভ ভেন্টিলেটর বলে।