আক্রান্ত নাড্ডা – কেন্দ্রের তলবে না রাজ্যের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিফ সেক্রেটারি এবং ডিজিপি-কে তলবের চিঠির জবাব পাঠালেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। রাজ্যই যে জেপি নাড্ডার সিকিওরিটির ব্যবস্থা করেছিল চিঠিতে সে কথাও উল্লেখ করেন মুখ্য সচিব।
জেড ক্যাটাগরির সিকিওরিটি থাকা স্বত্বেও যে সেদিনের কনভয়ে বেআইনি ভাবে অতিরিক্ত অনেক গাড়ি এবং বাইক ছিল সেকথাও চিঠিতে বলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য যে এই অনভিপ্রেত ঘটনার যথাযথ তদন্ত করছে সে কথাও উল্লেখ করেন রাজ্যের মুখ্যসচিব।
কালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জেপি নাড্ডার (J P Nadda) কনভয় আক্রমণের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে তলব করে চিঠি পাঠানো হয়েছে। আজ সেই চিঠিরই জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের এই তলবকে অগণতান্ত্রিক এবং ফেডারাল স্ট্রাকচারের বিরোধী বলা হয়েছে।