দেশ বিভাগে ফিরে যান

কৃষকদের সমর্থনে এনডিএ ছাড়ার হুমকি দুষ্মন্ত চৌতালার

December 11, 2020 | < 1 min read

কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লী সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকেও কোনও সমাধানসূত্র না মেলায় দেশজুড়ে আরও প্রবল হচ্ছে কৃষক বিক্ষোভ (Farmers Protest)।

এই পরিস্থিতিতে গেরুয়া শিবির তথা মোদী সরকারের ওপর চাপ বাড়িয়ে বিজেপির সঙ্গ ছাড়ার হুমকি ফের এক শরিকের গলায়। এর আগে রাজস্থানের আরএলপি, পাঞ্জাবের অকালি দল সঙ্গ ত্যাগ করেছে বিজেপির (BJP)। এবার জোট ছাড়ার হুমকি দিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি (JJP) নেতা দুষ্মন্ত চৌতালা (Dushyant Chautala)। এদিন এই বিষয়ে চৌতালা বলেন, ‘এমএমপি-র বিষয়টি সুনিশ্চিত না করলে আমরা জোট ছাড়তে বাধ্য হব। আমি যতক্ষণ উপমুখ্যমন্ত্রী পদে রয়েছি, কৃষকদের হিতে কাজ করে যাব। যেদিন দেখব, তা আর করতে পারছি না, সেদিনই আমি পদত্যাগ করব। মনোহরলাল খট্টর সরকার এমএসপি সুরক্ষিত করতে না পারলে আমি ইস্তফা দেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers' protest, #Dushyant Chautala

আরো দেখুন