রাজ্য বিভাগে ফিরে যান

মোবাইল ম্যানগ্রোভ ভ্যানে সুন্দরবনে ১০০ দিনের কাজের প্রচার

December 13, 2020 | < 1 min read

সুন্দরবনের (Sundarbans) জলপথে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছবে সরকারি পরিষেবা। এই কাজকে বাস্তবায়িত করতে শুক্রবার দুপুরে ক্যানিং মহকুমার মাতলা নদীর চর এলাকায় তিনটি মোবাইল ম্যানগ্রোভ ভ্যানের উদ্বোধন করলেন জেলার বনাধিকারিক মিলন মণ্ডল, জেলা নোডাল আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়, এডিএফও অনুরাগ চৌধুরী প্রমুখ। 

সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকার গ্রামের প্রতিটি মানুষকে নিশ্চিত ভাবে কাজ পাইয়ে দিতে এবং স্থায়ী কর্মসংস্থানের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। মোবাইল ম্যানগ্রোভ ভ্যানের (Mobile Mangrove Van) মাধ্যমে বিভিন্ন দ্বীপে গিয়ে মানুষকে ১০০ দিনের কাজের বিষয়ে সরকারি ভাবে প্রচার চালানো হবে এবং মানুষ যাতে কাজ পায় সেই বিষয়টা দেখা হবে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ সংরক্ষণ নিয়ে প্রচার চলবে। এই ধরনের উদ্যোগ শুধু সুন্দরবনেই নয়, রাজ্যে প্রথম।

পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছের চারা রোপণের কাজ শেষ হয়ে গিয়েছে। সেসব দেখভাল করবে এই মোবাইল ম্যানগ্রোভ ভ্যান। জেলা নোডাল আধিকারিক বলেন, তিনটি মোবাইল ম্যানগ্রোভ ভ্যান উদ্বোধন করা হল। সেগুলি সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়াবে। স্থানীয় মানুষকে সচেতন করবে। পাশাপাশি ১০০ দিনের কাজ পাওয়ার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। জেলা বন আধিকারিকের বক্তব্য, সুন্দরবনে বেশির ভাগই জলপথ। সেই পথে মানুষের দুয়ারে পৌঁছে যাবে এই মোবাইল ম্যানগ্রোভ ভ্যান। ভ্যানগুলি ঝড়খালি, গোসাবা এবং নামখানায় থাকবে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#sundarbans

আরো দেখুন