রাজ্য বিভাগে ফিরে যান

বিধায়ক সাংসদদের আগে ভ্যাক্সিন দেওয়ার আর্জি জানাল হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

December 13, 2020 | < 1 min read

করোনার টিকাকরণে অগ্রাধিকারের তালিকায় রাখা হোক জনপ্রতিনিধিদের (MLA, MP), এমনই আর্জি জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)৷ ভ্যাকসিনের তালিকায় অগ্রাধিকার পাবেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা৷ কারণ তাঁরা সামনের সারিতে থেকে করোনা মোকাবিলা (corona fighter) করেছেন৷ একই সঙ্গে জনপ্রতিনিধিরাও সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন এই অতিমারীর সময়৷ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন কোনও প্রয়োজনে৷ তাই তাদেরও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হোক যুক্তি স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের৷

তিনি আরও জানিয়েছেন যে, প্রথম স্তরে কীভাবে কাদের কাদের ভ্যাকসিন দেওয়া হবে, সেই তালিকা বা ডেটাবেস তৈরি করছে রাজ্য সরকার৷ এর মধ্যে থাকবে করোনা যোদ্ধা সনাক্তকরণের কাজ, ভ্যাকসিন দেওয়ার ট্রেনিং, প্রমুখ৷

তাহলে কী এই তালিকায় থাকবেন সাংসদ, বিধায়কও? মন্ত্রী মহাশয় জানিয়েছেন যে, এর মধ্যে সব ধরণের জনপ্রতিনিধিই থাকবেন৷ কারণ এঁরা সকলেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন৷ শুধুমাত্র সাংসদ, বিধায়ক নন৷ এই তালিকায় রয়েছেন পুলিশকর্মী, পুরসভা কর্মী, সাফাইকর্মী সকলেই, স্পষ্ট করেছেন মন্ত্রী৷

হরিয়ানা বিধানসভার ৯০জন সদস্য রয়েছেন৷ হরিয়ানা থেকে লোকসভার সদস্য রয়েছেন ১০জন এবং ৫জন রাজ্যসভার সদস্য৷ এর আগে কেন্দ্র থেকে টিকাকরণের তালিকা চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের থেকে৷ যারা করোনার সঙ্গে লড়াইয়ে সর্বাগ্রে রয়েছেন, তারা স্বাভাবিক নিয়মেই ভ্যাকসিন পাবেন আগে৷ এটাই সর্বজনবিদিত নিয়ম হতে চলেছে৷ এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান যে, স্বাস্থ্যকর্মী এবং ৬৫ বছরের বেশি যাঁরা, তাঁদের আগে ভ্যাকসিন দেওয়ার কাজ করবে সরকার৷

TwitterFacebookWhatsAppEmailShare

#corona vaccine, #Haryana

আরো দেখুন