উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

গজলডোবার ভোরের আলোয় ১০ কোটি টাকার প্রকল্প

December 13, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ wbtdcl.com

জলপাইগুড়ির গজলডোবায় (Gajaldoba) ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্রসহ ওই এলাকায় পর্যটন শিল্পের প্রসার আরো বাড়াতে পরিকাঠামো গড়ে তোলা হবে। শনিবার গজলডোবা ডেভলপমেন্ট অথরিটির (Gajaldoba Development Authority) জরুরি বৈঠকে ১০ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গজলডোবাকে প্লাস্টিক মুক্ত এলাকা হিসেবেও ঘোষণা করা হচ্ছে। ভোরের আলো পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় বাড়ছে প্রতিদিন। প্লাস্টিকের ব্যবহার রুখতেই এই এলাকাকে প্লাস্টিকমুক্ত বলে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ডেভলপমেন্ট অথরিটির অন্তর্গত চারটি পঞ্চায়েতেও উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে গজলডোবায় নৌকাবিহারে পর্যটকদের থেকে যেমন খুশি ভাড়া নেওয়া হত। এখন সেই ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bhorer alo, #North Bengal Tourism

আরো দেখুন