কোচবিহারে ৩৫০ একর জমি জুড়ে শিল্পকেন্দ্র
কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে (Mekhliganj) প্রায় ৩৫০ একর জমির উপর তৈরি হচ্ছে উত্তরবঙ্গের অন্যতম বহুমুখী শিল্পকেন্দ্র। জমির মানোন্নয়নের কাজও শুরু হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ কিভাবে দেওয়া হবে সে পরিকল্পনাও ইতিমধ্যেই হয়ে গেছে।
প্রশাসন সূত্রের খবর আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্পের ঘোষণা করতে পারেন।
ওই শিল্পকেন্দ্রের কাজ শুরু হলে ওই এলাকার আর্থিক ছবি বদলে যাবে বলেই মত উদ্যোগপতিদের।
অবস্থানগত দিক থেকে বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এলাকা। কোচবিহার জেলায় অবস্থিত হওয়ায় শিল্প স্থাপনের ক্ষেত্রে কর ছাড়সহ আরো অন্যান্য সুবিধা পাবেন শিল্পপতিরা। জয়ী সেতু চালু হয়ে গেলে শিলিগুড়ির সাথে যোগাযোগও অত্যন্ত সহজ হয়ে যাবে। মেখলিগঞ্জ থেকে ভুটানে পণ্য পাঠাতেও অনেক কম খরচ হবে বলে মত শিল্পপতিদের।