← রাজ্য বিভাগে ফিরে যান
৬৫ লক্ষ মানুষের দুয়ারে সরকার, আজ শুরু দ্বিতীয় পর্যায়
প্রথম পর্যায়ে বিপুল সাফল্য অর্জন করল ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি। রাজ্যজুড়ে প্রায় ৬৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে কোনও না কোনও পরিষেবা। এমনটাই দাবি রাজ্য সরকারের।
প্রথম পর্যায়ের সাফল্যের খতিয়ান প্রকাশ করে একটি টুইট করা হয় সরকারি হ্যান্ডেল ‘এগিয়ে বাংলা’ থেকে। তাতেই বলা হয়েছে রাজ্যজুড়ে প্রায় ৬৫ লক্ষ মানুষের দুয়ারে পৌঁছে গেছে সরকার। পাশাপাশি, কোন জেলায় কত জন মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন, তারও হিসেব দেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এবারের ক্যাম্পগুলিতে থাকবে জিও-ট্যাগিংয়ের সুবিধাও। ক্যাম্প শুধু হওয়ার এক ঘন্টার মধ্যে সেখানকার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিয়ে জিও-ট্যাগিং করে সদর দপ্তরে পাঠাতে হবে উদ্যোক্তাদের।