উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নিজতরফ গ্রাম পঞ্চায়েতে নারায়ণী ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারের শিলান্যাস

December 15, 2020 | < 1 min read

মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকায় নারায়ণী ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারের শিলান্যাস করা হল। তিস্তা নদীর ওপর নির্মীয়মান জয়ী সেতু সংলগ্ন এলাকায় এই হেড কোয়ার্টার তৈরির বিষয়ে জমি দেখা হয়েছে। মঙ্গলবার কোচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে এই কাজের শিল্যান্যাস করেন। নিজতরফের প্রস্তাবিত জায়গায় একটি ভিত্তিপ্রস্তরও তৈরি করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারে যখন শিলান্যাস করেন তখন নিজতরফেও প্রস্তাবিত জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, মেখলিগঞ্জের মহকুমা শাসক রাম কুমার তামাং, মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এইনিয়ে খুশি মেখলিগঞ্জ সহ সংলগ্ন এলাকার মানুষ।

প্রসঙ্গত, নারায়ণী ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার হলে এই এলাকারও অনেকটা উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। তবে শীঘ্রই এই কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, নিজতরফের ৩০.৪১ একর জমিতে এই নারায়ণী ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার তৈরি করা হবে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া এলাকাজুড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narayani Battalion

আরো দেখুন