কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূল আমলে গ্রাম বাংলার মানুষ সুন্দরভাবে বাঁচার অধিকার পেয়েছে: সুব্রত

December 17, 2020 | 2 min read

যে কাজ বাম সরকার ২৫- ৩০ বছর ধরে উপেক্ষা করেছিল, সেই কাজ আময়রা যুদ্ধকালীন তৎপরতায় করেছি। আয়ের অধিকার, শিক্ষার অধিকার, সুন্দর ভাবে বাঁচার অধিকার গ্রামে গ্রামে মানুষের কাছে পৌছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল ভবন থেকে এমনই দাবি করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)।

আজ সাংবাদিক বৈঠকে মন্ত্রী তুলে ধরলেন পঞ্চায়েত ক্ষেত্রে তৃণমূল সরকারের করা বিপুল উন্নয়নের খতিয়ান। তিনি বলেন, “যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেন তখন সর্বভারতীয় পর্যায় পঞ্চায়েতের উন্নয়নে রাজ্য ছিল ২৭- ২৮ নম্বরে। আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এলাকার জনকল্যাণ মূলক বেশির ভাগ প্রকল্পেই গোটা দেশের মধ্যে বেশ কয়েক বছর ধরেই এক নম্বরে বিরাজ করছে”।

এক নজরে দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যানঃ

২০০১- ২০১০ মোট ১২৭৮,০০০ হাজার গ্রামীন আবাস হয়েছে, তাতে খরচ হয়েছে ৩,৫৩০ কোটি টাকা।
২০১১- ২০ অবধি ৩৩ লক্ষ ৮৭ হাজার গৃহ নির্মাণ হয়েছে। তাতে খরচ হয়েছে ৩৯, ৯৯৩ কোটি টাকা।
গীতাঞ্জলী প্রকল্পে ১০ বছরে মোট ৩ লক্ষ ৯০ হাজার বাড়ি তৈরি হয়েছে। খরচ হয়েছে ৩,৫৫০ কোটি টাকা।
নগরোন্নয়নের হাউজিং ফর অল প্রকল্পে মোট ৪ লক্ষ ৩০ হাজার বাড়ি তৈরি হয়েছে। খরচ হয়েছে ৭,০০০ কোটি টাকা।

মন্ত্রী বলেন, “যেখানে আর বাড়ি তৈরি করতে হবে না আমরা সেই জায়গায় পৌঁছতে চাই। মুখ্যমন্ত্রীরও সেটাই স্বপ্ন”।

আরও খতিয়ান তুলে ধরেন মন্ত্রী:

• নির্মল বাংলা প্রকল্পে পশ্চিমবঙ্গের ১০০ শতাংশ বাড়িতে শৌচালয় আছে।
• ২০১১- ২০২০ সালে গোটা রাজ্যে মোট ৯০ লক্ষ ৬৭ হাজার শৌচাগার তৈরি হয়েছে। মোট খরচ হয়েছে ৫,২৯৮ কোটি টাকা।
• ১০০ দিনের কাজে বাংলা শীর্ষস্থানে আছে। আমরা পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ দিয়েছি। আগে সেই জায়গা ছিল ২৫- ২৬ নম্বরে।
• গ্রামীণ সড়ক যোজনায় ২০১১ সাল পর্যন্ত মোট ২৯, ৭০৫ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছিল। ২০১১- ২০২০ পর্যন্ত ৮৮,৮৪১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ২৬,৬৫২ কোটি টাকা খরচ হয়েছে।

সিপিএমকে কটাক্ষ করে এদিন মন্ত্রী বলেন, “তৎকালীন বাম সরকার চিঠি লিখে দিল্লিতে জানিয়ে এসেছিল আমাদের আর রাস্তার দরকার নেই। আমরা যখন আসি তখন আমরা নতুন করে কাজ শুরু করি”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Bhavan, #Subrata Mukherjee

আরো দেখুন