বিনোদন বিভাগে ফিরে যান

বাংলা সিনেমায় পিকনিক

December 17, 2020 | 2 min read

শীত কথাটির একটি সমার্থক শব্দ আছে। সেটি হল ‘পিকনিক’ বা শুদ্ধ বাংলায় বললে বনভোজন। বাঙালির বিবর্তনের সাথে সাথেই বিবর্তিত হয়েছে এই পিকনিক শব্দটিও। এটি আর ছাপোষা বাঙালির পাড়ার বনের ভোজনেই সীমাবদ্ধ নেই। হয়েছে তার ভিন্ন রূপ। যাকে বলে ‘ডেস্টিনেশন পিকনিক’।

যাই হোক বাঙালির পিকনিকের প্রতি আদিখ্যেতাকে বরাবরই বাঙালি পরিচালকরা তুলে এনেছেন রুপোলী পর্দায়। সে সিনেমার একালই হোক বা সেকাল।

দেখে নেওয়া যাক এরকমই কিছু সিনেমাঃ

পিকনিক

ইন্দর সেনের এই সিনেমার নামেই রয়েছে পিকনিক। অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, সমিত ভঞ্জ, আরতি ভট্টাচার্য।  

এই পুরো সিনেমাটাই এক দল যুবক যুবতীর পিকনিকে যাওয়া এবং সেখানে গিয়ে তৈরি হওয়া সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি।  

বেলাশেষে

শিবপ্রসাদ নন্দিতা জুটির এই জনপ্রিয় সিনেমাটিতেও রয়েছে একটি পারিবারিক পিকনিকের দৃশ্য। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী রায়, খরাজ মুখার্জী, মনামী ঘোষ।

এই দৃশ্যটিতে গোটা পরিবার একসাথে বসে একটি খেলার মধ্যমে নিজেদের অপূর্ণ শখ আহ্লাদ ইচ্ছের কথা জানাতে থাকে। আর শেষে এটা সবাই উপলব্ধি করে যে এতোদিন একসাথে থেকেও তাদের একে অপরকে চিনে ওঠাই হয়নি। 

অরণ্যের দিনরাত্রি

সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের এই সিনেমাতেও পরিচালক  পিকনিকের দৃশ্য রেখেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শর্মিলা ঠাকুর, অপর্না সেন, সিমি গারেওয়াল।

ছবিটিতে দেখা যায় সিনেমার সব মুখ্য চরিত্ররা মিলে একটি ফাঁকা জায়গায় শতরঞ্চিতে বসে স্মৃতি ক্ষমতা বাড়ানোর অধ্যয়নের একটি খেলা খেলতে থাকেন। একে একে সবাই হেরে যান। টিকে থাকেন সৌমিত্র আর শর্মিলা। শেষে শর্মিলাও ইচ্ছে করেই সৌমিত্রর কাছে হেরে যান। ভালোবাসার আত্মসমর্পন।  

শাখা প্রশাখা

সত্যজিৎ রায়ের চলচ্চিত্র শাখা প্রশাখাতেও পরিচালক পিকনিকের দৃশ্য দেখিয়েছেন। অভিনয় করেছেন, হারাধন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক।

সত্যজিৎ রায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিভাবে এক পারিবারিক পিকনিকের হালকা মেজাজ পারিবারিক এবং আদর্শগত দ্বন্দ্বের কারণে জটিল হয়ে ওঠে। উঠে আসে আদর্শের কথা। এই দৃশ্যটি উচ্চ মার্গের আদর্শ এবং ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত চাহিদাগুলির এক অদ্ভুত মিশেল।  

সত্যান্বেষী

ঋতুপর্ন ঘোষের সিনেমা সত্যান্বেষীতেও দেখা গেছে চিরাচরিত বনভোজনের দৃশ্য। সিনেমাটিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন সুজয় ঘোষ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Cinema, #Picnic Menu

আরো দেখুন