এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনয়ারিংএ চালু ডোমিসাইল
ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী কোন পড়ুয়াকে কাউন্সেলিং- এ উপস্থিত হতে তাকে বাংলার নিবাসী হতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টপেন্টের ভর্তির আগে এমনই বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।
বুধবার, কলকাতা বিশ্ববিদ্যালয় নোটিশ জারি করে তাদের ২৩৭টি ইঞ্জিনিয়ারিং আসনের মধ্যে ৮৯টি আসনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে যা এতদিন ফাঁকা ছিল।
গত বছরই ৯০ শতাংশ ডোমিসাইল কোটার যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দাবিকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালা। কলকাতা বিশ্ববিদ্যালয়েও বহুদিন ধরেই শিক্ষকদের তরফ থেকে এই দাবি উঠছিল। শেষে বিশ্ববিদ্যালয়ের মিটিং- এ বুধবার বাংলার পড়ুয়াদের জন্যে ৮০ শতাংশ আসন সংরক্ষণের দাবি গৃহীত হয়।
ভিন রাজ্য থেকে বহু ছাত্র ছাত্রীই এই রাজ্যে পড়তে আসে। অন্যান্য বিষয়ে নম্বর কম থাকলেও এআইইইই- এর র্যা ঙ্কের ভিত্তিতে সুযোগও পেয়ে যায় তারা। বাংলার ছাত্রছাত্রী অনেক সময়ই তাদের জন্যে নিজেদের সুযোগ হারায়। ভর্তি হওয়ার পরে তারা শিক্ষকদের হিন্দিতে ক্লাস নেওয়ার জন্যেও প্রভাবিত করতে থাকে শিক্ষকদের। অসুবিধেয় পড়তে হয় বাংলার পড়ুয়াদের। সে কারণেই এই সিদ্ধান্ত।
ডোমিসাইল কোটার দাবি তুলে আগস্টেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লিখেছিলেন জাতীয় বাংলা সম্মেলনের সম্পাদক সিদ্ধব্রত দাস। সেই দাবিই আজ বাস্তবায়িত হওয়ার পথে।
আগামি ২২ শে ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং- এর ডিন সব ডিপার্টমেন্টের হেডদের সাথে এই বিষয়ে মিটিং করবেন।