কলকাতা বিভাগে ফিরে যান

ডিজিটাল গভর্নেন্সে সেরা বাংলা

December 19, 2020 | < 1 min read

রাজ্য অর্থ দপ্তরের আবগারি ডিরেক্টরেটের ই-আবগারি প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২০তে অভিনবত্বের জন্য পুরষ্কার জিতেছে। এই প্রসঙ্গে আজ আবারও এই খুশির খবর দিয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি লেখেন, আমি খুব আনন্দিত আপনাদের জানাতে পেরে ডিজিটাল গভর্নেন্সের (Digital Governance) ক্ষেত্রে রাজ্য অর্থ দপ্তরের আবগারি ডিরেক্টরেটের ই-আবগারি প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২০তে অভিনবত্বের জন্য পুরষ্কার জিতেছে।

সম্পূর্ণ তথ্য প্রযুক্তি পরিচালিত ই-আবগারি উদ্যোগ আবগারি বিভাগের কর্মপদ্ধতিতে আমুল পরিবর্তন এনেছে। এই উদ্যোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে স্বচ্ছতা এবং তৎপরতার পাশাপাশি স্বাস্থ্য এবং রাজস্ব।

ন্যাশানাল বেস্ট প্র্যাকটিস হিসেবে গৃহীত হয়েছে ই-আবগারি এবং ইতিমধ্যেই ৭টি রাজ্য এই মডেল অনুসরণ করেছে। ৩০শে ডিসেম্বর মাননীয় রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের দলকে এই পুরষ্কার তুলে দেবেন। টিমের সকল সদস্য যারা এই উদ্যোগে শামিল ছিলেন, সকলকে অভিনন্দন জানাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Digital Governance

আরো দেখুন