শহর দূষণমুক্ত রাখতে আধুনিক যন্ত্রের উদ্বোধন
অত্যাধুনিক প্রযুক্তির একটি ‘ডাস্ট ফ্রি পলিউশন কন্ট্রোল’(Dust Free Pollution Control) মেশিনের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার (KMC) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম(Firhad Hakim)। শুক্রবার সকালে ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওয়ার্ড অফিস থেকে তিনি এই স্প্রে মেশিনের সূচনা করেন। নিজেই মেশিন হাতে কিছু জায়গা পরিষ্কার করেন ফিরহাদ। জলের ট্যাঙ্ক লাগানো এই মেশিন দিয়ে গাছ, রাস্তা পরিষ্কার করা ছাড়াও করোনা জীবাণুনাশক স্প্রে(Disinfectant Spray) এবং মশার লার্ভা নিধনে রাসায়নিক স্প্রে করা যাবে। বিশেষ করে ধুলো পরিষ্কার করতে এই মেশিন সাহায্য করবে। বিভিন্ন জায়গায় গাছে জমে থাকা ধুলো এর মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করা সম্ভব হবে। ছোট রাস্তা বা সরু গলি পরিষ্কার করতে, একইসঙ্গে জীবাণুনাশক স্প্রে করতে এই অত্যাধুনিক মেশিন সাহায্য করবে বলেই দাবি কর্তৃপক্ষের। কলকাতা পুরসভাই এই মেশিনের নকশা তৈরি করেছে এবং বানিয়েছে।