দেশের সেরা সাইবার অফিসার, পুরস্কৃত ওসি
২০২০ সালে দেশের সেরা সাইবার অফিসার (Cyber Officer) নির্বাচিত হয়েছেন কলকাতা পুলিসের (Kolkata Police) সাইবার থানার ইন্সপেক্টর ডেনিস লাকড়া(Dennis Lakra)। ‘ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইন্ডিয়া’ প্রতি বছর দেশের সমস্ত সাইবার থানার অফিসারদের মধ্য থেকে সেরা অফিসারকে বেছে নেন। এবার সেই পুরস্কারই পেয়েছেন কলকাতা পুলিসের ১৯৯৯ ব্যাচের অফিসার ডেনিস লাকড়া। লালবাজার সাইবার থানার এই দক্ষ গোয়েন্দা অফিসার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড এবং ন্যাসকমের পুরস্কারও পেয়েছেন। কলকাতা পুলিসের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, পৌনে তিন কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় ডেনিস দশদিনের মধ্যে দিল্লিতে থাকা এক নাইজেরিয়ান গ্যাংকে গ্রেপ্তার করেন। তিন মাসের মধ্যে ধৃত নাইজেরিয়ানদের বিচারে শাস্তি নিশ্চিত করেছেন। এই কৃতিত্বের জন্য ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইন্ডিয়া দেশের সেরা সাইবার অফিসারের শিরোপা এবার ডেনিসের হাতে তুলে দিয়েছে। ফোনে যোগাযোগ করা হলে, ডেনিস তাঁর পুরস্কারের জন্য কৃতিত্ব দিয়েছেন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, সাইবার থানার ওসি নরুল আনোয়ার সহ গোটা টিমকে। ডেনিসের কথায়, কর্মজীবনের শুরুতে আর পাঁচজন সাব ইন্সপেক্টরের মতো তাঁরও কোনও প্রযুক্তিগত শিক্ষা ছিল না। শুধুমাত্র কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আজ এই জায়গায় এসেছেন।