রাজ্য বিভাগে ফিরে যান

তিন দপ্তরের মন্ত্রী ছিলেন, আর কত সম্মান চান শুভেন্দু? ঝাঁঝাঁলো আক্রমণ তৃণমূলের

December 19, 2020 | < 1 min read

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার এই দলবদলকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে আক্রমণ শানাল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করে তাঁকে একহাত নেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

তিনি বলেন, নন্দীগ্রামের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপনি অতো বড় নেতা হলে ১৯৯৬, ২০০১ ও ২০০৪ সালে হারলেন কেন?অধিকারী পরিবারের বিশ্বাসযোগ্যতা আছে? এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেন আজ অমিত শাহকে করলেন।

কল্যাণ বলেন, তৃণমূল পচে গেলে আপনিও পচে গেছেন। পদের লোভ না থাকলে ২০১৪ সালে লোকসভায় জিতে ২০১৬ সালে ফিরলেন কেন বিধানসভায় জিতে মন্ত্রী হতে? শুধু আপনার জন্য উপনির্বাচন কেন করতে হয়েছিল? হলদিয়া, তমলুক, কাঁথির কনট্রাক্টরদের রাজা কে? আমরাও জানি।

তিনি শুভেন্দু অধিকারীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, নন্দীগ্রামেই আবার দাঁড়াবেন। মিডিয়ার সামনে ঝড় তোলা যেতে পারে কিন্তু ২০২১ এর মে মাসে যে ঝড় উঠবে, সেখানে থাকবে মমতা আর মমতা। ১৯৯৮ তে আপনি দলে ছিলেন না। কোন আদর্শের জন্য দল ছাড়লেন? আপনি কাপুরুষ, তাই ভাইপোর নাম নিলেন না। আর কত সম্মান চাই আপনার? তিনটে মন্ত্রীত্ব এবং অন্যায় এতো পদের পরেও আপনার সম্মান হয়নি? মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়া সম্মান হবেন না? মেদিনীপুরে এরকম একজন বিশ্বাসঘাতক জন্মাতে পারে, কেউ ভাবেনি। সেফ ড্রাইভ সেভ লাইফে আপনি ব্যর্থ? নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যর্থ বলছেন কেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Suvendu Adhikary, #Trinamool Congress

আরো দেখুন