দল থেকে ‘আপদ বিদায়’, খুশিতে মিষ্টিমুখ তৃণমূল কর্মীদের
নাগরাকাটা বিধানসভার বিধায়ক শুক্রা মুন্ডা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতেই খুশির মেজাজ চোখে পড়ল চালসার তৃণমূল কর্মীদের মধ্যে। ‘আপদ বিদায়’ হওয়ার খুশিতে আজ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন দলীয় কর্মীরা।
মিষ্টিমুখ করার পাশাপাশি শুক্রা মুন্ডার বিরুদ্ধে স্লোগানও তোলেন তৃণমূল কর্মীরা। এদিন চালসায় মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এক সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি আশিস কুন্ডু বলেন, ‘দল থেকে আপদ বিদায় হল। তার খুশিতে এদিন তৃণমূল কর্মীরা মিষ্টিমুখ করেন।’ এবার বিধানসভা নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা হচ্ছেন কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে প্রার্থী হবেন সেটা দল ঠিক করবে। তবে ‘আপদ বিদায়’ হওয়ায় আমরা খুশি।’ শুক্রা দল ছাড়ায় তৃণমূল মেটেলি ব্লকে আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি।