বিজেপি কর্মীর সাথে দাদার অনুগামী নেতার সংঘাত, উত্তেজনা এগরাতে
দাদার অনুগামী নেতার বিরুদ্ধে ভাড়া না দিয়ে এক বিজেপি কর্মীর বাড়ি জোর করে দখল রাখার অভিযোগ উঠলো।যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত দাদার অনুগামী তৃনমূল নেতা জয়ন্ত সাউ ।
এদিকে নিজের বাড়ি দখল রাখতে বাড়ি মালিক জয়ন্ত রথ বিজেপিকে (BJP) সেই ঘর কার্যালয় করার জন্যে ভাড়া দিয়ে দিয়েছেন। আবার ভাড়াটিয়া মারধর ও লুঠপাঠের অভিযোগ এনেছে। সব মিলিয়ে দাদার অনুগামী নেতার সাথে এক বিজেপি কর্মীর সংঘাতের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে।
বেশ কয়েক বছর আগে এগরা পৌরসভার ৮ নং ওয়ার্ড়ের জয়ন্ত রথের বাড়ি ভাড়া নিয়ে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র চালু করেন এগরা শহর তৃনমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃনমূলের সম্পাদক দাদার অনুগামী জয়ন্ত সাউ । বাড়ি মালিক জয়ন্ত রথের অভিযোগ ভাড়া নিলেও ভাড়ার টাকা শোধে বারবার অনীহা দেখিয়েছে এই তৃনমূল নেতা। বেশী বার বললে হুমকীর মুখে পড়তে হয়েছে। বাড়ি মালিক শ্রী রথ আরো জানিয়েছেন এই নিয়ে বেশ কয়েকবার এগরা পৌরসভায় অভিযোগ করেছেন।আলোচনা হয়েছে।তবে কোন লাভ হয়নি।
তিনি আরো জানান এই বিষয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। ছয় বছরের ভাড়া বকেয়া ফেলে রেখে উলটে দাদার অনুগামী এই নেতার হুমকী শুনতে হয়েছে ।তাই বাধ্য হয়ে এই অত্যাচার থেকে বাঁচতে সম্প্রতি এই দোকানের কর্মচারীর নেতৃত্বে সমস্ত মাল তুলে জয়ন্ত সাউর বাড়িতে পৌঁছে দেওয়া হয় ।এবং বাড়িটা বিজেপি নেতৃত্ব কার্যালয় করতে চাওয়ায় ভাড়া দেওয়া হয়েছে।স্বাভাবিক কারনে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এর মধ্য বাড়িটির সামনে বিজেপি তাদের কার্যালয়ের ফ্লেক্স লাগাতেই তার সামনে কে বা কারা মাটি ফেলে গেছে। এই বিষয়ে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি স্বাধীন দাস বলেন বাড়িটিকে ঘিরে এতো বিরোধের কথা তাঁদের জানা নেই ।তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
অপরদিকে দাদার অনুগামী নেতা জয়ন্ত সাউ বাড়ি মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।ভাড়াটিয়া জয়ন্ত বাবু পুলিশকে জানিয়েছেন তিনি স্পীড পোস্টের মাধ্যমে ভাড়ার ৪১ হাজার ৪০০ টাকা পাঠিয়েছেন।সেই টাকা পেয়ে যাওয়ার পরেও দোকান লুঠপাঠ করা হয়েছে। তাঁর কর্মচারীকে মারধর করে ২ লক্ষ ১০ হাজার টাকা লুঠ করেছে বাড়ি মালিক ।পুলিশ তদন্তে নেমেছে। উল্লেখ বাড়ি মালিক জয়ন্ত রথ এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত