রাজ্য বিভাগে ফিরে যান

অভূতপূর্ব সাফল্য, বিশ্বের কাছে মডেল দুয়ারে সরকার: মমতা

December 21, 2020 | 2 min read

আজ নবান্নে দুয়ারে সরকারের (Duare Sarkar) সাফল্য তুলে ধরতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি জানান যে মাত্র কয়েকদিনেই অসংখ্য মানুষ নানান সরকারি পরিষেবা পেয়েছেন বা নাম নথিভুক্ত করতে পেরেছেন। দুয়ারে সরকার প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে, জানান মুখ্যমন্ত্রী। ২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে, বলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান জনকল্যাণ প্রকল্পে ২৪ হাজার কোটি টাকা খরচ হয়েছেএখনো পর্যন্ত খাদ্য সাথীতে ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে, স্বাস্থ্য সাথীতে ৪ লক্ষ ৭২ হাজার কার্ড দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ১ লক্ষ ৯০ হাজার আবেদন জমা পড়েছে। পরিষেবা দেওয়া হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার জনকে। ১০০ দিনের কাজে ১০ লক্ষ ৮২ হাজার জন আবেদনের জন্য যোগাযোগ করেছেন। ৭ লক্ষ ৫২ হাজার আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ৪ লক্ষ ৭৬ হাজার জনকে পরিষেবা দেওয়া হয়েছে।
এছাড়া, তফসিলি বন্ধু ১০ হাজার জমা পড়েছে। পরিষেবা পেয়েছেন ৬ হাজার ৬০০ জন। রূপশ্রী প্রকল্পে ৪৪ হাজার আবেদন জমা পড়েছে। পরিষেবা দেওয়া হয়েছে ২৬ হাজার জনকে। শংসাপত্রে ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার পরিষেবা দেওয়া হয়েছে, জানান মুখ্যমন্ত্রী।

এছাড়াও প্রাণিমিত্র ও প্রাণিবন্ধুদের ভাতা বাড়ানো হয়েছে। ভাতা বেড়ে হয়েছে ৩ হাজার টাকা। যে সব সেচ্ছাসেবক এই ২ মাস দুয়ারে সরকারএর কাজ করছেন, তাদের ৫হাজার টাকা করে টিফিন খরচপ্রতি মাসে দেওয়া হবে, বলেন মুখ্যমন্ত্রী।

এই কর্মসূচির সাফল্য দেখে জনকল্যাণমুখী প্রকল্প ও রাজ্যের উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দেওয়া খতিয়ান অনুযায়ী, গত বছর বিভিন্ন জলকল্যাণমুখী প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছিল। এবার ২৪ হাজার ২৫৫ কোটি খরচ করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ২০ হাজার ২১২ কোটি টাকা। সেই বরাদ্দ আরও আট হাজার ৭০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। যা আগামী একমাসের মধ্যে খরচের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কোন দপ্তরের কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, তাও জানিয়ে দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar, #Mamata Banerjee

আরো দেখুন